সিরিয়াল শেষের মুখে ফিরেছেন রোহিত সেন, স্বামীকে জড়িয়ে ধরে উদ্দাম নাচ শ্রীময়ীর

   

বাংলাহান্ট ডেস্ক: অনেক কষ্টে রোহিত সেনকে ছাড়িয়ে এনেছেন শ্রীময়ী (sreemoyee)। দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে গিয়েছিলেন রোহিতকে, সিরিয়ালে দেখানো হয়েছিল এমনটাই। কিন্তু শ্রীময়ী ‘গোয়েন্দা গিন্নি’ অবতারে হাজির হয়ে স্বামীকে ছাড়িয়ে এনেছেন। এতদিন পর রোহিত সেন ঘরে ফিরলেন, আনন্দ আর ধরে না শ্রীময়ীর!

স্বামীকে জড়িয়ে ধরে ‘পরমসুন্দরী’র তালে উদ্দাম নাচ শ্রীময়ী ওরফে ইন্দ্রাণী হালদারের। নানা, শান্তশিষ্ট গৃহবধূ শ্রীময়ীকে সিরিয়ালে ঠুমকা মারতে দেখা যাবে না। এ দৃশ‍্য ক‍্যামেরার পেছনের। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিছানায় বসে রোহিত ওরফে টোটা রায়চৌধুরী, হাতে স্ক্রিপ্ট। এদিকে ইন্দ্রাণী শুটিং ভুলে নাচ জুড়েছেন।

PicsArt 12 09 01.19.53 scaled
কখনো টোটার সামনে দাঁড়িয়ে কোমর দোলাচ্ছে, আবার এক লাফে খাটে উঠে উদ্দাম নাচ। ধপ করে বসে জড়িয়েও ধরলেন পর্দার স্বামীকে। এদিকে ন্দ্রাণীর কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাওয়ার জোগাড় টোটার। হাত জোড় করে যেন বোঝাতে চাইলেন ইন্দ্রাণীর মতো নাচতে তিনি পারবেন না।

উল্লেখ‍্য, খবর মিলেছে খুব শীঘ্রই শেষ হতে চলেছে শ্রীময়ী। বেশ কয়েক বছর ধরে চলছে স্টার জলসার এই সিরিয়াল। কিছুদিন আগে শ্রীময়ীকে বন্দুক চালাতে দেখে, ছদ্মবেশ ধরতে দেখে ট্রোলে মেতেছিল নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘জঘন‍্য, প্লিজ শেষ করুন এবার। আর কি দেখানোর বাকি আছে এটায়?’

https://www.instagram.com/p/CXOJHzPF3By/?utm_medium=copy_link

কেউ লিখেছেন, ‘এবার মর্দানি আসছেন বাংলায়’ বা ‘জবা মা আর তিতলির চেয়ে কম না’। আবার একজনের বক্তব‍্য, ‘লেখিকা ফের গাঁজা খেয়ে স্ক্রিপ্ট লিখছেন’। এমনকি ইউটিউবার স‍্যান্ডি সাহাও (sandy saha) ট্রোল করেছিলেন শ্রীময়ীকে। বন্দুক হাতে শ্রীময়ীর ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘অ্যাভেঞ্জারময়ী’!

অবশেষে নেটনাগরিকদের আশাই পূর্ণ হতে চলেছে বলে খবর। ২০২১ এর সঙ্গে সঙ্গে শেষ হবে শ্রীময়ীও, খবর মিলেছে এমনটাই। এক সময়ের সেরা টিআরপির সিরিয়াল এখন নেমে এসেছে একেবারে নীচের দিকে। সম্ভবত সে কারণেই এই সিদ্ধান্ত। তবে এখনো চ‍্যানেলের তরফে কিছু জানানো হয়নি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর