‘তারাই ছোটলোক…’, শ্রীময়ীর জীবন ছারখার করার পর কাকে অপমান করলেন ‘জুন আন্টি’ উষসী?

বাংলা হান্ট ডেস্ক : আজ প্রায় বছর দেড় হয়ে গেল ‘শ্রীময়ী’ (Sreemoyee) শেষ হয়েছে। তবে জুন আন্টিকে (June Aunty) আজও মানুষ ভুলতে পারেনি। এই চরিত্রের দৌলতে উষসী (Ushasi Chakraborty) পৌঁছে গেছিলেন বাংলার প্রতিটা ঘরে। অভিনেত্রীর চোখমুখের চাহনি থেকে শুরু করে এক্সপ্রেশন সবকিছুই দূর্দান্ত জনপ্রিয় হয়েছিল। কুটনি খলনায়িকার চরিত্রে অভিনয় করে জুটেছিল প্রচুর গালমন্দও।

প্রসঙ্গত উল্লেখ্য, ‘শ্রীময়ী’ শেষ হওয়ার পর অনেকটা সময় পর্দা থেকে দূরে ছিলেন উষসী। এরপর সম্প্রতি তিনি ফিরেছেন ‘টুম্পা অটোওয়ালি’র হাত ধরে। আর এবার খুব শীঘ্রই তাকে দেখা যাবে জি ফাইভের নতুন ওয়েব সিরিজ ‘ছোটলোক’এ (Chotolok)। সম্প্রতি তার প্রচারেই খোলামেলা আড্ডায় বসেছিলেন অভিনেত্রী। সেখানেই সমাজের ছোটলোকদের চিনিয়ে দিলেন তিনি।

এইদিন জুন আন্টিকে ‘ছোটলোক’এ তার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এখানে আমার চরিত্রটা ভীষণ পাওয়ারফুল। আমার চরিত্রের ভাঁজে ভাঁজে প্রচুর রহস্য লুকিয়ে রয়েছে। তাই এক কথায় সেটা প্রকাশ করা যাবে না। আমি এখানে নেতামন্ত্রীদের কালো টাকা সাদা করি’। পাশাপাশি জুন আন্টির জনপ্রিয়তা নিয়েও মন্তব্য করেন উষসী।

আরও পড়ুন : ‘জিতু আমাকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছে’, বিচ্ছেদের মাঝেই বিস্বাদের সুর নবনীতার গলায়

অভিনেত্রীর কথায়, ‘প্রায় দেড় বছর হল একটি সিরিয়াল শেষ হয়েছে। এখনও অবধি মামনিদি আর আমায় কোথাও একসাথে দেখলে দর্শকদের সেই পুরনো নায়িকা-খলনায়িকার কথা মনে পড়ে যায়। অবশ্যই এটা অনেক বড় পাওয়া। তবে অন্য কোনও কাজের ক্ষেত্রে যাতে এই চরিত্র কোনও প্রভাব না ফেলে আমি সেটাই চাইবো’। এরপরেই জুন আন্টির কাছে প্রশ্ন রাখা হয়, সমাজের প্রকৃত ‘ছোটলোক’ কারা?

আরও পড়ুন : কার্নিভালে দিদির পাশে সূর্য, রাজনীতিতে আসছেন অভিনেতা! জল্পনা সোশ্যাল মিডিয়ায়

ushasie chakraborty as june to feature in sreemoyee 1024x576 1650342008571 1650342014449

এই প্রসঙ্গে উষসী কোনও রাখঢাকই রাখলেননা। স্পষ্টই জানিয়ে দিলেন, ‘যারা মেয়েদের সম্মান করতে জানে না, বড়লোক হয়েও যারা নীচ মানসিকতার পরিচয় দেন, যারা তাদের থেকে নীচু পজিশনে থাকা এবং কম টাকা উপার্জনকারী মানুষদের মানুষ হিসেবে গণ্য করেন না, আমার কাছে তারাই ছোটলোক’। পাশাপাশি নতুন এই ওয়েব সিরিজ নিয়ে নিজের উৎসাহের কথাও জানাতে ভুললেননা অভিনেত্রী।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর