লজ্জা ভুলে ফের একসঙ্গে শ্রীময়ী-কাঞ্চন, তৃণমূলের মঞ্চ থেকেই শেয়ার করলেন ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের একসঙ্গে কাঞ্চন মল্লিক (kanchan mullick) ও শ্রীময়ী চট্টরাজ (sreemoyee chattoraj)। এবার আর লুকিয়ে চুরিয়ে নয়। একেবারে বুক ফুলিয়ে খাস তৃণমূলের মঞ্চ থেকে ভিডিও শেয়ার করেছেন দুজনে। শীতসন্ধ‍্যায় একসঙ্গে একই মঞ্চে দর্শকদের সামনে ধরা দিয়েছেন তাঁরা।

এদিন শ্রীময়ীর পরনে ছিল লাল সোয়েটার ও জিন্স। পাশে হালকা চকলেট রঙা জ‍্যাকেটে কাঞ্চন। ক‍্যাপশনে শ্রীময়ী লিখেছেন, ‘আমরা, অর্থাৎ শিল্পীরা অক্সিজেন পাই তোমাদের মানে দর্শকদের ভালবাসায়। আমরা শিল্পীরা বেঁচে থাকি দর্শকদের জন্য। তোমরা ভালোবেসে আমাদের আপন করে নাও বলে শত শীত গ্রীষ্ম বর্ষা মাথায় নিয়ে আমরাও যেমন পরিশ্রম করি, ঠিক তোমরাও আমাদের দেখবে বলে, রাতের পর রাত জেগে, কুয়াশা মাথায় নিয়ে, আমাদের শিল্পীদের অনুষ্ঠান উপভোগ কর!’


এ ভিডিও পুরভোটের সন্ধ‍্যার। বর্ধমানের কালনায় গিয়েছিলেন তাঁরা। হঠাৎ একসঙ্গে একমঞ্চে কী কারণে? শ্রীময়ী কাঞ্চন কোনো উত্তর না দিলেও বিধায়কের স্ত্রী পিঙ্কি বন্দ‍্যোপাধ‍্যায় জানিয়েছেন, নিজের পরিবারকে নিয়ে রয়েছেন তিনি। তবে আগের মতো কাঞ্চন শ্রীময়ীর ‘সম্পর্ক’ নিয়ে কোনো মন্তব‍্য করতে রাজি নন তিনি। তাঁর দাবি, সময় আসলেই সবটা প্রকাশ‍্যে আসবে।

https://www.instagram.com/reel/CXq8KFGjxIl/?utm_medium=copy_link

দূর্গাপুজোর সময়েও কাঞ্চনের সঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন শ্রীময়ী। নবমী নিশিতে ট্র‍্যাডিশনাল সাজে পাশাপাশি দাঁড়িয়ে লেন্সবন্দি হন শ্রীময়ী ও কাঞ্চন। রঙ মিলিয়ে পোশাক পরতে দেখা গিয়েছিল দুজনকে। ঘিয়ে ও লাল কালোর মিশেলে ডিজাইনার শাড়ি, স্লিভলেস ব্লাউজে সেজেছিলেন অভিনেত্রী।

পাশে ঘিয়ে পাঞ্জাবি ও সাদা পাজামায় দেখা গিয়েছিল বিধায়ক অভিনেতা কাঞ্চনকে। ক‍্যাপশনে শ্রীময়ী লেখেন, ‘শারদীয়া শুভেচ্ছা। হাজারো বাধা সত্ত্বেও সুন্দর মুহূর্তগুলোকে বন্দি করে স্মৃতি বানানো বন্ধ করিনি আমরা। তাই প্রত‍্যেক বছরের মতো ছবি তোলা জরুরি।’

X