ফুলশয‍্যার খাটে চলছে রোহিত-শ্রীময়ীর ঘনিষ্ঠ দৃশ‍্য, বাড়িতে আর সিরিয়াল দেখা যাবে না, বিরক্ত দর্শকেরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অবশেষে বিয়ের ফুল ফুটল রোহিত সেন (rohit sen) এবং শ্রীময়ীর (sreemoyee) জীবনে। স্বামী অনিন্দ‍্যর থেকে প্রতিনিয়ত অবহেলা পেতে পেতে শেষমেষ ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন শ্রীময়ী। একসময়ের ভাললাগার মানুষ রোহিতের সঙ্গেই নতুন করে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি, সে মধ‍্যবয়সে এসেই হোক না কেন। বাংলা সিরিয়ালের ইতিহাসে নিঃসন্দেহে নয়া দৃষ্টান্ত স্থাপন করেছে শ্রীময়ী।

বিয়ে শেষ, এবার পালা ফুলশয‍্যার। কিন্তু এর আগের প্রোমোতে দেখা গিয়েছিল ফুলশয‍্যার জন‍্য সুন্দর করে সাজানো হয়েছে খাট। লাল সাদা শাড়ি, চুলে ফুল গুঁজে সেজে মোহময়ী শ্রীময়ী। সাদা পাঞ্জাবিতে হ‍্যান্ডসাম দেখাচ্ছে রোহিতকেও। কিন্তু ফুলশয‍্যার দিন কিনা খাটের পাশে দূরে দূরে দাঁড়িয়ে গান গাইছেন রোহিত শ্রীময়ী! এ কেমন ফুলশয‍্যা!


ট্রোল শুরু হতে সময় লাগেনি। মধ‍্য বয়সে বিয়ে দেখাতে পারলে ফুলশয‍্যার দৃশ‍্যে এসে গান গাওয়ার কী মানে? আবার অনেকে অধৈর্য হয়েছেন, ফুলশয‍্যা কখন শুরু হবে? দর্শকদের অবশ‍্য বেশি দেরি করাননি লেখিকা লীনা গঙ্গোপাধ‍্যায়। শ্রীময়ীর ফ‍্যানপেজ থেকে সদ‍্য শেয়ার করা প্রোমোতে মিলেছে ফুলশয‍্যার দৃশ‍্যের ঝলক।

সেখানে দর্শকদের প্রত‍্যাশা মতোই ফুলশয‍্যার খাটে ঘনিষ্ঠ হয়েছেন রোহিত শ্রীময়ী। কলেজ জীবনের প্রেমকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আবেগে জড়িয়ে ধরেছেন রোহিত সেন। চুম্বন চিহ্ন এঁকে দিয়েছেন শ্রীময়ীর কপালে। আর এদিকে যারা এতক্ষণ ট্রোল করছিলেন তারা বিরক্ত হয়েছেন। সিরিয়ালে এমন অন্তরঙ্গ দৃশ‍্য দেখালে অস্বস্তিতে পড়তে হয় বলে মন্তব‍্য করেছেন অনেকেই। তাদের দাবি, বাড়িতে বসে আর শ্রীময়ী দেখার উপায় রইল না।


শ্রীময়ীর বিয়ে নিয়ে কার্যত দুভাগে ভাগ হয়ে গিয়েছে নেটিজেনরা। অনেকে কটাক্ষ করেছেন, আবার অনেকে প্রশংসা করেছেন। সিরিয়ালের হাত ধরেই যদি সমাজ বদলায় তো তাতে ক্ষতি কী? অন‍্যদিকে এই কর্মকাণ্ডের নায়ক নায়িকা অর্থাৎ শ্রীময়ী রোহিত বা ইন্দ্রানী টোটা কিন্তু বেশ আনন্দে আছেন। দীর্ঘদিন পর নতুন করে ফের বিয়ের সুযোগ মিলল যে।

সম্পর্কিত খবর

X