ম্যাচ ফিক্সিংয়ের দায়ে সাত বছর নির্বাসিত থাকার পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন শ্রীসন্থ, হৈচৈ ভারতীয় ক্রিকেট মহলে

বাংলা হান্ট ডেস্কঃ প্রাপ্তন ভারতীয় পেশার এস শ্রীসন্থ (S sreesanth) দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামতে চলেছে। কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি লোকাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে আর সেখানেই দীর্ঘদিন পর 22 গজে ফিরতে চলেছেন এস শ্রীসন্থ। ম্যাচ ফিক্সিংয়ের দায়ে দীর্ঘ সাত বছর ক্রিকেট থেকে নির্বাসিত থাকার পর এই টুর্নামেন্টের মধ্য দিয়ে ফের প্রতিযোগিতা মূলক ক্রিকেটে কামব্যাক করতে চলেছেন শ্রীসন্থ।

আইপিএলের ম্যাচ ফিক্সিংয়ের দায়ে শ্রীসন্থকে সমস্ত ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করেছিল বিসিসিআই। এমনকি তিনি দীর্ঘদিন জেলও খেটেছেন। দীর্ঘ সাত বছর সাজা ভোগ করার পর এই বছরের সেপ্টেম্বর মাসে শ্রীসন্থের সাজার মেয়াদ শেষ হয়েছে। আর তারপর থেকেই তিনি নিজেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরিয়ে আনার জন্য প্রস্তুতি শুরু করেন।

79428346

প্রেসিডেন্ট টিটোয়েন্টি কাপ টুর্নামেন্টে শ্রীসন্থকে দলে নিয়েছে KCA টাইগার দল। এই দলের অধিনায়ক শচীন বেবি। অধিনায়ক সচিন বেবি নিজেই শ্রীসন্থকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ জানিয়েছিল টিম ম্যানেজমেন্ট এর কাছে, আর সেই কারণে শ্রীসন্থকে দলে নিয়েছে KCA টাইগার দল। এই খবর জানাজানি হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে হৈচৈ পড়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেট ফ্যানরা বিশেষ করে শ্রীসন্থের ভক্তরা দীর্ঘদিন পর 37 বছর বয়সী শ্রীসন্থের প্রতিযোগিতামূলক ক্রিকেটে কামব্যাক দেখার অপেক্ষায় রয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর