একটা সময় শ্রীসান্থও আত্মহত্যার পথ বেঁছে নিয়েছিলেন কিন্তু এই বিশেষ কারনে পিছিয়ে আসেন।

বিশ্বকাপ জয়ী ভারতীয় পেসার শ্রীসন্ত 2013 সালে আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে পড়েন। তারপর তাকে বিসিসিআই আজীবন ক্রিকেট থেকে নির্বাসনে পাঠিয়ে দেয়। তারপর থেকে এখনো পর্যন্ত কেটে গিয়েছে অনেক সময়। এর মাঝে শ্রীসন্তকে থাকতে হয়েছে পুলিশি হেফাজতে। তবে বিসিসিআই এর দেওয়া আজীবন নির্বাসনের বিরুদ্ধে তিনি আদালতে মামলা করেন এবং দেশের সর্বোচ্চ আদালত সেই শাস্তির মেয়াদ কমিয়ে সাত বছর করে দিয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে সেই শাস্তির মেয়াদ শেষ হতে চলেছে। এর ফলে এখন বেজায় খুশি শ্রীসন্ত। এছাড়াও কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে শ্রীসন্ত যদি ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারে তাহলে কেরলার রঞ্জি দলে সুযোগ দেওয়া হবে শ্রীসন্তকে। তাই ফের বাউশগজে ফিরতে পেরে বেজায় খুশি হয়েছেন শ্রীসন্ত।

তবে তার আগে শ্রীসন্ত তার ভক্তদের সাথে শেয়ার করলেন নিজের জীবনের অন্ধকার কাহিনী। তিনি জানালেন নির্বাসনের সময় এক একটা দিন কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছেন তিনি।

120861262216894143aaaf7cd3cb225943037081ffb046972cb105207b0da1345317265b1

কয়েকদিন আগে আত্মহত্যা করেছেন বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আর তারপর থেকে দেশের বিভিন্ন মানুষ তাদের মানসিক অবসাদের কথা শেয়ার করে নিচ্ছেন। কয়েকদিন আগে ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা এবং মহম্মদ সামি জানিয়েছেন মানসিক চাপে পড়ে একটা সময় তারাও আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন কিন্তু সেখান থেকে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এইদিন শ্রীসন্ত জানালেন নির্বাসনের সময় তিনি মানসিক অবসাদে ভুগতেন এবং সেখান থেকে তিনিও একটা সময় আত্মহত্যা করার কথা ভেবেছিলেন। কিন্তু তিনি তার মা-বাবা এবং পরিবারের কথা ভেবে সেটা করতে পারেননি। সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর