বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকালীন কাঁধে গুরুত্বর চোট পান শ্রেয়স আইয়ার। তারপর আইপিএল থেকেও ছিটকে যান তিনি। এই মুহূর্তে করোনার কারণে স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। আর এই সময়টি কাজে লাগিয়ে দ্রুত বাইশ গজে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন শ্রেয়স আইয়ার।
ইংল্যান্ডে বিরুদ্ধে একদিনে সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে গুরুতর চোট পেয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন শ্রেয়স আইয়ার। তারপর পরীক্ষা করে চিকিৎসকরা জানান শ্রেয়স আইয়ারের চোট খুবই গুরুত্বর, কাঁধে অস্ত্রোপচার করতে হবে। আইপিএল চলাকালীনই শ্রেয়স আইয়ারের কাঁধে অস্ত্রোপচার করা হয়। সম্প্রতি টুইটারে একটি ভিডিও পোস্ট করে শ্রেয়স আইয়ার। সেখানে দেখা যাচ্ছে হাত, পা এবং উঠা-বসা করে নানান ব্যায়াম করার মধ্যে দিয়ে শরীর চর্চা করছেন শ্রেয়স এবং তিনি লিখেছেন কাজ চলছে, এই অ্যাকাউন্টে নজর রাখুন। অর্থাৎ ভারতীয় দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন আইয়ার।
https://twitter.com/ShreyasIyer15/status/1392813985578188802?s=20
চোটের কারণে এবার আইপিএল থেকে ছিটকে যান শ্রেয়স আইয়ার। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন ঋষভ পন্থ। মাঠে না নামলেও দলের খেলা নিয়মিত ফলো করেছিলেন শ্রেয়স আইয়ার।
8 ই এপ্রিল অস্ত্রোপচার হওয়ার পর পাশে থাকার জন্য একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ধন্যবাদ জানিয়ে ছিলেন শ্রেয়স আইআর।