প্রবল বিপত্তিতে শ্রীলঙ্কান ক্রিকেট! দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করল ICC

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফের একবার চরম বিপত্তিতে শ্রীলঙ্কা ক্রিকেট (Sri Lanka Cricket)। এবার দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ডকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করলো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ICC)। নীতিবিরুদ্ধ কাজে যুক্ত থাকার জন্য সেই বোর্ডের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নিতে বাধ্য হলো আইসিসি। চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) শোচনীয় পারফরম্যান্সের পর শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে অনেক পরিবর্তন আসছিল। তার মধ্যে এই ধাক্কা এখন তারা কিভাবে সামলায় সেটাই দেখার।

দুই মাস আগে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে ভারতের বিরুদ্ধে শোচনীয়ভাবে হার স্বীকার করেছিলেন তারা। তারপর ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচে জয় পেয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউসরা। ভারতের বিরুদ্ধে ম্যাচ ছাড়াও বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে তাদের হার স্বীকার করতে হয়েছে, তা রীতিমতো লজ্জার বিষয়। বিশ্বকাপে এমন হতশ্রী পারফরম্যান্সের প্রভাব পড়ে বোর্ডের ওপর।

এরপর কড়া সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংহে। দুর্নীতি ও শোচনীয় পারফরম্যান্সের কারণে তিনি গোটা বোর্ডকে বরখাস্ত করেন। যাবতীয় কাজকর্ম চালানোর জন্য অন্তর্বর্তীকালীন একটি বোর্ডও গঠন করা হয় বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার এবং কিংবদন্তি অর্জুন রণতুঙ্গাকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে। কিন্তু দেশের সরকারের এই পদক্ষেপ শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য বয়ে আনলো ঘোর সংকটের বার্তা।

আরও পড়ুন: টাইমড আউট বিতর্কের পর বিশ্বকাপ কেরিয়ার শেষ সাকিবের! মারাত্মক চোট পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক

শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করে আইসিসি জানিয়েছে যে তারা আপাতত শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্যপথ কি বাতিল করে দিচ্ছে। তাদের বয়ানে স্পষ্ট করে যা উল্লেখ করা হয় সেটা পরবর্তী অংশে তুলে ধরা হলো। আইসিসির বক্তব্যের মূলকথা, “আইসিসি অবিলম্বে শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্যপদ বাতিল করেছে। আইসিসির সদস্য হিসেবে যে যে নিয়ম মেনে চলা উচিত শ্রীলঙ্কা, তা লঙ্ঘন করেছে।”

আরও পড়ুন: জোড় করে কোহলির কাছ থেকে দায়িত্ব কেড়ে নিয়ে রোহিতকে দিয়েছিলেন! স্বীকার করলেন সৌরভ

এখন প্রশ্ন হল এই অচল অবস্থা থেকে শ্রীলঙ্কা ক্রিকেট মুক্তি পাবে কবে বা আদেও পাওয়া সম্ভব হবে কিনা তাদের পক্ষে। শ্রীলঙ্কা খুব সম্ভবত আসন্ন ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা যে যে প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ খেলছে সেই ম্যাচগুলির কি ফলাফল হবে সেই নিয়েও উদ্বিগ্ন সকলে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর