যে ভয় ধোনি পেয়েছিলেন, সেটাই হলো! ক্যাপ্টেন কুলের সম্মান মাটিতে মিশিয়ে দিলো পাকিস্তান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত মরশুমে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বে আবারও একবার আইপিএল (IPL) শিরোপা জিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ধোনির দলের এই সাফল্যের পেছনে একটা বড় কারণ ছিল শ্রীলঙ্কান এক তরুণ ফাস্ট বোলার যার নাম মাথিশা পাথিরিনা (Matheesha Pathirana)। ডেথ ওভারে তার বোলিং দেখে এবং তার পাশাপাশি তার বোলিংয়ের ভঙ্গি দেখে অনেকেই তাকে নতুন লাসিথ মালিঙ্গা বলে আখ্যা দিয়েছিলেন।

কিন্তু তার সম্পর্কে একটি সতর্কবাণী মহেন্দ্র সিংহ ধোনি অনেক আগে থেকেই শুনিয়ে রেখেছিলেন। আইপিএলেরই কোনও এক ম্যাচ শেষে এই তরুণ বোলার সম্পর্কে মুখ খুলতে গিয়ে ধোনি বলেছিলেন যে এই বয়সে ওকে আপাতত লাল বলের ক্রিকেট বা বড় ফরম্যাটগুলি থেকে দূরে রাখতে। যদি সম্ভব হয় তাহলে শ্রীলঙ্কা যদি তাকে শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যবহার করে তাহলে সেটাই তার জন্য সবচেয়ে বেশি উপকারী সিদ্ধান্ত হবে বলে জানিয়েছিলেন ধোনি

কিন্তু সেই পরামর্শ পুরোপুরি মানেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এখনো অবধি জাতীয় দলের হয়ে মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পাথিরিনা। তাকে ওডিআই ফরম‍্যাটে পুরোপুরি ব্যবহার করা হচ্ছে। যা আশঙ্কা করা হয়েছিল ধোনির তরফ থেকে, ঠিক তেমনটাই হতে দেখা যাচ্ছে। সুপার ফোরে বাংলাদেশ এবং ভারত ম্যাচে তিনি অত্যন্ত বেশি রান বিলিয়েছিলেন।

matheesha pathirana

আজ পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ফের একবার তিন উইকেটে নিলেও অত্যন্ত খরুচে বোলিং করলেন তিনি। ৮ ওভার বোলিং করে তিনি ৬৫ রান বিলিয়েছেন। যে কিংবদন্তি অর্থাৎ লাসিথ মালিঙ্গার সাথে তার তুলনা করা হয়, তিনি নিজে এমন পরিসংখ্যান দেখলে কখনোই খুশি হবেন না।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে ভক্তদের জন্য বিশেষ উপহার BCCI-এর! এবার সরাসরি চ্যাট করুন কোহলি, রোহিতদের সাথে

এরপর পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা ধোনিকে আক্রমণ করেছেন। অনেকেই ব্যঙ্গ করে বলছেন যে আইপিএলে ধোনি পাথরিনাকে তৈরি করেছিল, আর আজ এশিয়া কাপে পাকিস্তানের মহম্মদ রিজওয়ান এবং ইফতিকার আহমেদ তাকে ধ্বংস করলো। আজকের ম্যাচ শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুই পক্ষের কাছেই কাছে সেমিফাইনাল। হেরে যায় তাহলে আঙুল কিন্তু পাথিরিনার দিকেও উঠবে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর