এবার শ্রীলঙ্কায় নিষিদ্ধ হতে চলেছে বোরখা! বন্ধ হবে ১ হাজারেরও বেশি ইসলামিক স্কুল

বাংলা হান্ট ডেস্কঃ ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াই করা শ্রীলঙ্কা এখন বোরখা নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে। মহিন্দ্রা রাজপক্ষে সরকারের এক মন্ত্রী শনিবার বলেছেন যে, শ্রীলঙ্কায় খুব শীঘ্রই বোরখা পরা নিষিদ্ধ হতে চলেছে। উনি এও বলেন যে, এছাড়াও কমপক্ষে ১ হাজার ইসলামিক স্কুল বন্ধ করে দেওয়া হবে। শ্রীলঙ্কা ছাড়া বিশ্বের অনেক দেশে বোরখায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিন কয়েক আগে সুইজারল্যান্ডে জনমত সংগ্রহ করে বোরখার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

burqa 1

শ্রীলঙ্কার সার্বজনীন সুরক্ষা মন্ত্রী সরথ ভেরাসেকেরা বলেন, তিনি ক্যাবিনেটে মঞ্জুর করানোর জন্য একটি বিলে স্বাক্ষর করেছেন। ওই বিলে রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে মহিলাদের বোরখা পরা নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে। যদি ওই বিল ক্যাবিনেটে পাশ হয়ে যায়, তাহলে শ্রীলঙ্কার সংসদে সেই বিল নিয়ে আইন বানানো হবে।

সরথ বলেন, সরকার এক হাজারের বেশি মাদ্রাসা তথা ইসলামিক স্কুল বন্ধ করার পরিকল্পনা নিয়েছে। উনি এও বলেন যে, মাদ্রাসা গুলো শ্রীলঙ্কার রাষ্ট্রীয় শিক্ষা নীতির অবমাননা করছে। উনি কড়া ভাষায় বলেন, কেউ ইচ্ছে করলেই স্কুল খুলে নিতে পারে না, আর নিজের ইচ্ছে মতো বাচ্চাদের শিক্ষাও দেওয়া যেতে পারে না।

সরথ বলেন, আগে মুসলিম মহিলারা বোরখা পরতেন না। সম্প্রতি ধার্মিক কট্টরতা বৃদ্ধি পাওয়ার ফলে এখন এদেশে বোরখার চল শুরু হয়েছে। আমরা এই চল নিষিদ্ধ করতে চাই। শোনা যাচ্ছে যে, সরকারের এই নতুন আইনের ফলে শ্রীলঙ্কার মুসলিমদের মধ্যে ক্ষোভ বাড়তে পারে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর