বাংলাহান্ট ডেস্কঃ বহুবার বহু দেশের প্রধানমন্ত্রী ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশংসা করেছেন। আমেরিকা, ব্রিটেনের পর এবার শ্রীলঙ্কার (Srilanka) রাস্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের মুখে শোনা গেল মোদীর জয় জয়াকার। SAARC অন্তর্ভুক্ত দেশগুলোর সাথে করোনাভাইরাস (Coronavairas) নিয়ে বৈঠকের জন্য তিনি নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান।
শ্রীলঙ্কার রাস্ট্রপতি এক ট্যুইট করে বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। করোনাভাইরাস নিয়ে SARRC দেশগুলোর মধ্যে একতা সৃষ্টি করার জন্য তাকে অনেক ধন্যবাদ’। শ্রীলঙ্কার রাস্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রীর এই কর্মকাণ্ডকে পূর্ণ সমর্থন দিয়েছেন। এই বৈঠকে করোনা বিষয়ে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের প্রধানরা তাঁদের বিভিন্ন মত পোষণ করেন। এখনও অবধি প্রায় ৭ হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই মহামারি রোগের প্রতিরোধের জন্য সকলে একত্রিত হয়।
করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী বাকী সব দেশের মানুষকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন। একসঙ্গে একত্রিত হয়ে এই রোগের বিরুদ্ধে মোকাবিলা করার কথাও তিনি বলেছেন। শুধু তাই নয় প্রধানমন্ত্রী মোদী SAARC অন্তর্ভুক্ত দেশগুলোকে করোনার বিরুদ্ধে তৈরি থাকার জন্য এক ফাণ্ড তৈরি করার কথাও বলেন। তিনি বলেছিলেন, ‘করোনার বিরুদ্ধে লড়ার জন্য আমাদের একটি জরুরিকালিন ফাণ্ড বানাতে হবে। এই ফাণ্ড আমাদের সুরক্ষার বিষয়ে কাজে লাগবে। ভারত ১০ মিলিয়ন আমেরিকান ডলার দিচ্ছে এই ফাণ্ডের জন্য। আমরা করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য চিকিৎসক এবং বিশেষজ্ঞদের একটি টিম তৈরি করছি’।
নরেন্দ্র মোদীর এহেন আচরণে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন শ্রীলঙ্কার রাস্ট্রপতি। এছাড়াও তাঁর কথাও একমত হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উহান থেকে ২৩ বাংলাদেশি পড়ুয়াকে তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য তিনি বারবার নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিয়েছেন। একদিকে যেমন নরেন্দ্র মোদীর গুণগান করছে সব দেশ, তেমনই অন্য দিকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান চাপে পড়ে যাচ্ছেন। করোনা মোকাবিলা করতে যখন সব দেশ একত্রিত হচ্ছে, তখন পাকিস্তান কাশ্মীর নিয়ে ভারতকে কটাক্ষ করে নানান মন্তব্য করছে। আর এই নীচ মানসিকতার আচরণের জন্য সব দেশ পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে।