বাংলা হান্ট ডেস্কঃ শুরু হয়েছে সৈয়দ মুস্তাফা আলি টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের মধ্য দিয়েই করোনা পরবর্তী সময়ে ভারতের ক্রিকেট ফিরেছে। এছাড়াও এই টুর্নামেন্ট আরও একজন মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ তিনি হলেন শ্রীসন্থ। দীর্ঘ নির্বাসন কাটিয়ে এই টুর্নামেন্টের মধ্য দিয়েই ক্রিকেটে ফিরছেন তিনি। আর তাই এই টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করতে মরিয়া দুবার বিশ্বকাপ জয়ী শ্রীসন্থ।
মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে কেরালার জার্সি গায়ে পুদুচেরির বিরুদ্ধে বল হাতে ভালো পারফরমেন্স করেন শ্রীসন্থ। তবে তার পরের ম্যাচে শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে ভালো পারফর্মেন্স করাটা শ্রীসন্তের কাছে কার্যত চ্যালেঞ্জের সমান ছিল। আর এই ম্যাচে দীর্ঘদিন পর সেই আগ্রাসী শ্রীসন্থকে দেখতে পেল ক্রিকেট ভক্তরা।
https://twitter.com/sandybatsman/status/1349594498301480962?s=20
ম্যাচের ষষ্ঠ ওভারের ঘটনা। সেই সময় ব্যাট করছিলেন মুম্বাইয়ের যশস্বী জয়সওয়াল। প্রথম বলেই তিনি লম্বা শট খেলতে যান কিন্তু মিস করেন আর তারপরই ফলো থ্রুতে তরুণ যশস্বীর দিকে আগ্রাসী নজর রাখেন 37 বছর বয়সী শ্রীসন্থ। তারপরই আগ্রাসী মেজাজে চলে আসেন যশস্বী। তার পরের তিনটি বলে শ্রীসন্থকে ছয়, ছয় এবং চার মেরে আগ্রাসনের যোগ্য জবাব দেন এই তরুণ মুম্বাইকর।