সৌরভের সঙ্গে খেলে এসেছেন ‘দাদাগিরি’, দ্বিতীয় বার করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন শ্রীজাত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একের প‍র এক দুঃসংবাদ বাংলা সাহিত‍্য তথা বিনোদন জগতে। করোনা আক্রান্ত হলেন কবি শ্রীজাত বন্দ‍্যোপাধ‍্যায় (srijato bandopadhyay)। করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে তাঁর। তবুও মিলল না ভাইরাস থেকে মুক্তি। মঙ্গলবার সোশ‍্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন শ্রীজাত।

নিজের অফিশিয়াল ফেসবুক হ‍্যান্ডেলে তিনি লেখেন, ‘দ্বিতীয়বার কোভিড আক্রান্ত হলাম। এইবার প্রতিষেধকের দুটি টিকার পরেও। আপাতত সামান্য উপসর্গ নিয়ে ঘরেই নিভৃতবাস পালন করছি। যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, অবশ্যই নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন। সাবধানে থাকুন সকলে, সুস্থ থাকার ও রাখার চেষ্টা করুন। আর হ্যাঁ, এই কদিন বিশেষ ফোনালাপ বা বার্তালাপ করতে পারছি না, সে জন্য মার্জনাপ্রার্থী।’


উল্লেখ‍্য, বেশ কিছুদিন আগেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের করোনা ধরা পড়ে। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে করোনা প্রজাতি জানতে পরীক্ষা করা হয়। তখনি জানা যায় ডেল্টা প্রজাতির ভাইরাসে আক্রান্ত হয়েছেন সৌরভ। তার আগে ‘দাদাগিরি’তে টনিকের টিমের সঙ্গে খেলে এসেছেন শ্রীজাত।


টলিউডে ইতিমধ‍্যেই বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ‍্যে রয়েছেন জিৎ গঙ্গোপাধ‍্যায়, সৃজিত মুখোপাধ‍্যায়, পার্নো মিত্ররা। বছরের প্রথম দিনই করোনা আক্রান্ত হওয়ার খবর জানান সৃজিত ও জিৎ। সঙ্গীত পরিচালক সোশ‍্যাল মিডিয়ায় লেখেন, ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার খুব মৃদু সংক্রমণ রয়েছে। কিন্তু আমি সুস্থই আছি, নিজেকে আইসোলেট করে রেখেছি। চিকিৎসকের পরামর্শ সব মেনে চলছি। যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের পরীক্ষা করানোর আবেদন করছি।’

নতুন বছরের দ্বিতীয় দিনেই দ্বিতীয় বার করোনা আক্রান্ত হওয়ার খবর জানান পার্নো। সোশ‍্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘সকলের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই আমি। আবারো করোনা আক্রান্ত হয়েছি আমি। তবে আমার মৃদু উপসর্গ রয়েছে, নিজেকে আইসোলেট করে ফেলেছি। আমি অনুরোধ করছি গত তিন দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে নিজেদের আইসোলেশনে রাখুন, পরীক্ষা করান ও সাবধানে থাকুন। সবশেষে বলতে চাই, মাস্ক পরুন আর সতর্ক থাকুন।’

X