ছিঃ! রবীন্দ্রনাথকে নিয়ে অশালীন মশকরা কপিলের শোতে, ‘ডেডলাইন’ দিয়ে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি ক্ষুব্ধ শ্রীজাতর

বাংলাহান্ট ডেস্ক : ফের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন তুলে করা হল কুৎসিত মশকরা। নেটফ্লিক্সের দ্য কপিল শর্মা শোয়ের একটি সাম্প্রতিক এপিসোডে কবিগুরুর গানের লাইনকে ব্যবহার করা কদর্য মশকরা হয় অতিথিদের সামনেই। সেটা আবার সম্প্রচারিত হয় জাতীয় টেলিভিশনে। এই ঘটনা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandopadhyay)। কপিলের কমেডি শোয়ের বিরুদ্ধে সুর চড়িয়ে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

কপিলের শোয়ের উপরে ক্ষুব্ধ শ্রীজাত (Srijato Bandopadhyay)

ঠিক কী হয়েছে ঘটনাটা? সম্প্রতি দ্য কপিল শর্মা শোয়ের একটি পর্বে অতিথি হয়ে এসেছিলেন কাজল এবং কৃতি শ্যানন। সেখানেই কৌতুক অভিনেতা ক্রুষ্ণা অভিষেক অতিথিদের মনোরঞ্জন করার জন্য জোকস বলতে থাকেন। এর মধ্যে একটি জোকে তিনি বলেন, ‘পাঁচলা চলো রে’। সঙ্গে সঙ্গে কপিল তাঁকে শুধরে দিয়ে বলেন, ওটা ‘একলা চলো রে’ হবে। পালটা ক্রুষ্ণা অভিষেক বলেন, তিনি একদিন একলাই যাচ্ছিলেন। রাস্তায় কয়েকটা কুকুর এসে তাঁকে কামড়ে দেয়। জোক শুনে হেসে লুটোপুটি খেতে দেখা যায় অতিথিদের।

আরো পড়ুন : অঙ্কুশকে প্রথম বার বাড়িতেই ঢুকতে দেননি ঐন্দ্রিলার মা! হবু শাশুড়িকে ‘মাসিমণি’ কেন বলেন নায়িকা?

সোশ্যাল মিডিয়ায় সুর চড়িয়েছেন কবি

এদিকে এই জোক শুনেই বেজায় রেগেছেন শ্রীজাত (Srijato Bandopadhyay)। সোশ্যাল মিডিয়ায় সরাসরি এই কমেডি শো এবং তার কৌতুক অভিনেতাদের উপরে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। শ্রীজাত (Srijato Bandopadhyay) লিখেছেন, একলা চলো রে গানটি নিয়ে ক্রুষ্ণা অভিষেকের ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি এবং কথাবার্তা তাঁর চোখে সম্মান এবং শালীনতার মাত্রা ছাড়িয়েছে। তিনি এও বলেছেন, এই ধরণের নন ফিকশন শো গুলি যে স্ক্রিপ্টেড হয় তা তিনি জানেন। অর্থাৎ কৌতুক অভিনেতাদের বলা জোক, তাঁদের কাজকর্ম সবটাই চিত্রনাট্যকার লিখে দেয়। কিন্তু তাঁরা এমন জোক লিখলেন কীভাবে আর তা অনুমতি কীভাবে পেল সেই প্রশ্নও তুলেছেন শ্রীজাত।

আরো পড়ুন : ‘শোলে’র থেকেও বেশি ব্যবসা, অমিতাভের চেয়ে অধিক হিট দিয়েও প্রাপ্য সম্মান পাননি এই ছবির নায়ক

আইনের সাহায্য নেওয়ার হুঁশিয়ারি

এরপরেই চাঁচাছোলা ভাষায় শর্ত রেখেছেন শ্রীজাত (Srijato Bandopadhyay)। তিনি স্পষ্ট বলেছেন, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ এর তরফে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বলেছেন, শোয়ের যে অংশটা নিয়ে বিতর্ক রয়েছে সেটি পুনর্সম্পাদনা করতে হবে। অন্যথায় তিনি আইনের সাহায্য নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

Srijato Bandopadhyay

১ সপ্তাহ সময় দিয়ে শ্রীজাত বলেছেন, অভিজ্ঞ আইনজীবীদের সঙ্গে তিনি ইতিমধ্যেই কথা বলেছেন। ৭ ই নভেম্বরের মধ্যে তাঁর দাবিগুলি পূরণ না হলে আইনের পথে হাঁটবেন তিনি, তা স্পষ্ট করে দিয়েছেন। একা শ্রীজাত নয়, শোয়ের কমেন্ট বক্সে অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন শোয়ের মান এবং এমন রবীন্দ্রনাথকে অসম্মানজনক জোক নিয়ে। তবে এখনো পর্যন্ত কপিল বা তাঁর শোয়ের তরফে কোনো মন্তব্য করা হয়নি এ বিষয়ে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর