বাংলাহান্ট ডেস্ক : বাংলা সাহিত্যে রয়েছে রত্নভাণ্ডার। একথা বিভিন্ন পরিচালক বিভিন্ন সময়ে বলেছেন। সেইসব রত্ন খুঁজে এনে বড়পর্দায় তুলে আনার চেষ্টা করছেন ছবি নির্মাতারা। এবার এই উদ্যোগ নিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। আগামী বছরই বড়পর্দায় তিনি নিয়ে আসছেন কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। তাঁর অমর সৃষ্টি ‘পথের দাবী’ উপন্যাস এবার সৃজিতের (Srijit Mukherjee) হাত ধরে উঠে আসতে চলেছে বড়পর্দায়। ছবির নাম ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’।
শরৎচন্দ্রের উপন্যাস বড়পর্দায় আনছেন সৃজিত (Srijit Mukherjee)
পরিচালক এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ১৯২৬ সালে ৩১ শে অগাস্ট প্রকাশিত হয়েছিল ‘পথের দাবী’। আগামী বছরই শতবর্ষ পূরণ হতে চলেছে এই বই প্রকাশের। কিন্তু ১৯২৭ সালের জানুয়ারি মাসে বইটি নিষিদ্ধ করে দেয় ইংরেজ সরকার। সৃজিত (Srijit Mukherjee) বলেন, ইংরেজ সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা, বই নিষিদ্ধ হওয়া থেকে সমাজে তার প্রভাব নিয়েই এই ছবি তৈরি হতে চলেছে।
কারা থাকছেন ছবিতে: জানা গিয়েছে, বাংলা ইন্ডাস্ট্রির নামী শিল্পীরা থাকবেন এই ছবিতে। তবে কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি বলেই জানান সৃজিত (Srijit Mukherjee)। নভেম্বর মাসে ছবির শুটিং হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি। আগামী বছর মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন : নামমাত্র উপকরণ দিয়ে ১৫ মিনিটেই হয়ে যাবে রান্না, ছুটির দিনে গরম ভাতে জমে যাবে এই বাঙাল চিংড়ির রেসিপি
শতবর্ষ পূরণ হচ্ছে বইয়ের: শরৎচন্দ্রের খ্যাতনামা উপন্যাসগুলির মধ্যে অন্যতম ‘পথের দাবী’। শতবর্ষ আগে প্রকাশিত হলেও এখনও একই রকম প্রাসঙ্গিক এই উপন্যাস। দর্শক মহলেও ছবিটি ভালো সাড়া ফেলবে বলেই আশা করা হচ্ছে। এবার ছবিতে কোন অভিনেতা অভিনেত্রীদের দেখা যায় সেটাই দেখার অপেক্ষা।
আরও পড়ুন : মাত্র ১৩০০ টাকায় বাংলাদেশের চওড়া পেটির ইলিশ! পুজোর আগেই বড় সুখবর দিলেন মৎস্যজীবীরা, কবে কমবে দাম?
জানা গিয়েছে, এই ছবিতে প্রযোজনার দায়িত্বে থাকছেন শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনি এবং রাণা সরকার। এই টিম নিয়ে ইতিমধ্যেই ‘লহ গৌরাঙ্গের নাম রে’ তৈরি করেছেন সৃজিত (Srijit Mukherjee)। সেই ছবি মুক্তি পাবে চলতি বছর বড়দিনে। আর তাঁর পরের ছবিটি আসবে ২০২৬ এর মে মাসে।