নক্ষত্রপতন! না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেত্রী শ্রীলা মজুমদার, গভীর শোকে মূহ্যমান টলিপাড়া

বাংলাহান্ট ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার। বিগত তিন বছর ৩ মাস ধরে ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। শনিবারের বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেত্রী শ্রীলা মজুমদার। ক্যানসারের সঙ্গে কঠিন লড়াই জেতা হল না তাঁর। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৬৫ বছর।

জানা গিয়েছে, ১৩ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত টাটা মেডিক্যাল ক্যানসার সেন্টারে ভর্তি ছিলেন শ্রীলা। তার পর অভিনেত্রীকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল বলেই উল্লেখ করেন তার স্বামী এস.এন.এম আব্দি। অভিনেত্রীর ছেলে সোহেল আব্দি পড়াশোনা সূত্রে লন্ডনে থাকেন। মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ডেকে পাঠানোর কথা বলেন চিকিৎসক।

আরোও পড়ুন: অষ্টম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে নরেন্দ্রপুর স্কুলে তাণ্ডব! চলল মারধর, ভাঙচুর

১৯৮০ সালে সিনেজগতে আত্মপ্রকাশ করেন এই জনপ্রিয় অভিনেত্রী। মৃণাল সেনের হাত ধরে মাত্র ১৬ বছর বয়সে অভিনয় কেরিয়ার শুরু করেন শ্রীলা। তারপর থেকে একের পর এক ছবিতে নিজের অভিনয়গুণে মুগ্ধ করে গিয়েছেন অভিনেত্রী। শ্রীলার শেষ সিনেমা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’।

fb img 1706364723730

শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাটিলের সঙ্গেও কাজ করেছেন শ্রীলা মজুমদার।‌ ২০০৩ সালে তিনি ‘চোখের বালি’ সিনেমায় ঐশ্বর্য রাই বচ্চনের জন্য বাংলায় ডাবিংও করেছিলেন তিনি। কাজ করেছেন বাংলা থেকে শুরু করে হিন্দি বিনোদুনিয়ার বিভিন্ন নামীদামি অভিনেতাদের সঙ্গে। স্বর্ণযুগের দক্ষ অভিনেত্রী সত্ত্বেও শ্রীলা যে যোগ্য জায়গা পাননি তা বলাই বাহুল্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর