কোণঠাসা পাকিস্তান! PCB-র সর্বনাশকে নিজেদের পৌষ মাসে পরিণত করতে BCCI-কে সমর্থন এই ২ দেশের  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah) একটা ব্যাপার গত বছরই এই পরিষ্কার করে দিয়েছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজনের দায়িত্ব পেলেও সেই দেশের মাটিতে এশিয়া কাপ খেলতে ভারতীয় দল যাবে না। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্বে অপর কোনও দেশে এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC), এমনটাই দাবি করেছিলেন এসিসি চেয়ারম্যান।

কোনওরকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার বেশ কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডও এই কথার পাল্টা দিয়ে বলেছিল যদি ভারতীয় দল, এশিয়া কাপ খেলতে পাকিস্তানের মাটিতে পা না রাখে, তাহলে পাকিস্তানও ওডিআই বিশ্বকাপ বয়কট করবে যেটি একই বছরে ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে।

কিন্তু এখন এই ব্যাপারে ভারতের পাশেই দাঁড়ালো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বর্তমান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান নাজম শেট্টির রক্তচাপ বাড়িয়ে তারা জানিয়ে দিল যে শেষ পর্যন্ত যদি ওই হাইভোল্টেজ এশিয়া কাপ টুর্নামেন্ট পাকিস্তানের মাটিতে আয়োজন না করা যায় তাহলে দুই দেশই এই টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত।

এটাও জানিয়েছেন যদি পাকিস্তান শেষ পর্যন্ত এই টুর্নামেন্টের অংশগ্রহণ করতে রাজি না হয় তাহলে সংযুক্ত আরব আমিরশাহী সরাসরি এই টুর্নামেন্টের অংশ হয়ে যেতে পারে। সম্প্রচারকদেরও ভরসা দিয়ে বলা হয়েছে যদি পাকিস্তানের অংশগ্রহণ না করায় তাদের আর্থিক ক্ষতির মুখ দেখতে হয় তাহলে ভারতের একটি সিরিজ সম্প্রচারের দায়িত্ব দিয়ে তাদের সেই ক্ষতি পুষিয়ে দেওয়া হবে।

jay rohit babar

মাঝে একবার এমনটাও শোনা যাচ্ছিল যে পাকিস্তানি এই এশিয়া কাপ আয়োজন হবে কিন্তু ভারত নিজেদের ম্যাচগুলি খেলবে অন্য কোন দেশে। কিন্তু বিসিসিআই সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। পাকিস্তানের থেকে টুর্নামেন্ট সরে যাওয়া ছাড়া অন্য কোন রাস্তা আর সামনে খোলা নেই। চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে কি সামনে আসে তা জানার জন্য হয়তো আরও কয়েকটা মাস অপেক্ষা করতে হবে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর