বাংলাহান্ট ডেস্ক: তিন তিনটি আসন্ন ছবির চাপ তাঁর মাথায়। কিং খান হওয়ার সুবাদে বলিউডকে ভরাডুবির হাত থেকে বাঁচানোর দায় কিছুটা তাঁর উপরেও বর্তায়। তবুও তার মধ্যেও নিজের পরিবার, সন্তানদের জন্য সময় বের করে নিতে জানেন শাহরুখ খান (Shahrukh Khan)। সন্তানদের যথেষ্ট সময় না দেওয়ার ফল একবার ভুগেছেন তিনি। একই ভুল আবার করার পক্ষপাতী নন শাহরুখ।
রবিবার বিকেলটা তাই তিনি রেখেছিলেন শুধুমাত্র নিজের ছোট ছেলে আব্রামের (Abram Khan) জন্য। মুম্বইয়ে আয়োজিত তাইকোন্ডো টুর্নামেন্টে (Taekwondo Tournament) নাম দিয়েছিল শাহরুখের কনিষ্ঠ পুত্র। ম্যাচ জিতে সোনার পদক নিজের নামে করে নেয় আব্রাম। তাকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন শাহরুখের অন্য দুই সন্তান আরিয়ান খান এবং সুহানা খান।
এদিনের টুর্নামেন্টে বিশিষ্ট অতিথির আসন অলঙ্কৃত করেন শাহরুখ। আব্রাম ছাড়া অন্য স্টারকিডরাও নাম দিয়েছিল টুর্নামেন্টে। বিজয়ীদের হাতে পদক তুলে দেন তিনি। আব্রামের গলায় সোনার মেডেল পরিয়ে দিয়ে ছেলেকে আদরের চুম্বন করেন শাহরুখ। ম্যাচ জিতে সোনার মেডেল পেয়েছে সইফ আলি খান এবং করিনা কাপুর খান পুত্র তৈমুর আলি খানও।
মঞ্চে খুদের গলায় মেডেল পরিয়ে তারও কপালে স্নেহের চুম্বন এঁকে দেন কিং খান। কাপুর পরিবারের তরফে এসেছিলেন সইফ, করিনা, করিশ্মা এবং তাঁর ছেলে কিয়ান। সন্তানদের নিয়ে সকলে মিলে ছবির জন্য পোজ দিতে দেখা যায় তারকাদের।
প্রসঙ্গত, মাত্র আট বছর বয়সেই তাইকোন্ডো, দৌড়, ফুটবল, সুইমিং সবেতেই নিজের প্রতিভা দেখাচ্ছে আব্রাম। পাশাপাশি বক্সিংয়ের প্রশিক্ষণও নিচ্ছে সে। গত বছর শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে ছেলের বক্সিং ম্যাচ মিস করে গিয়েছিলেন শাহরুখ। গৌরির শেয়ার করা ছবিতেও উগরে দিয়েছিলেন হতাশা, অভিমান। এবারের সুযোগ তাই আর মিস করলেন না শাহরুখ।