বাংলা হান্ট ডেস্ক: এসএসসি ইস্যুতে এখনও জট অব্যাহত। কমিশন নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করলেও সমস্যা রয়েছে চাকরিহারাদের একাংশের। এরই মধ্যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) এবং রাজ্য সরকারের উপর চাপ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এসএসসি-তে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে ১২% সুদসহ টাকা ফেরত এবং OMR শিট প্রকাশের দাবিতে দায়ের করা মামলা গ্রহণ করল সর্বোচ্চ আদালত।
কী বলল সুপ্রিম কোর্ট | Supreme Court
সোমবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননার মামলায় বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ সিবিআইকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, চার সপ্তাহ পর মামলার শুনানি হবে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।
স্কুল সার্ভিস কমিশনের মামলায় ২৬০০০ জনের চাকরি গিয়েছিল। অযোগ্য তথা দাগীদের চাকরি যাওয়ার পাশাপাশি সুপ্রিম নির্দেশ ছিল, তাদের সুদ সহ বেতন ফেরত দিতে হবে। অভিযোগ, এতদিন পেরিয়ে গেলেও রাজ্য সেই নির্দেশ কার্যকর করেনি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা করেছে বলে অভিযোগ।
রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেন লক্ষ্মী টুঙ্গা। সোমবার সেই মামলার শুনানিতে অবমাননা সংক্রান্ত আবেদন গ্রাহ্য করেছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, টাকা ফেরত সংক্রান্ত বিষয়ের পাশাপাশি সমস্ত প্রার্থীদের OMR শিট অর্থাৎ উত্তরপত্র জনসমক্ষে প্রকাশ করার দাবি জানানো হয়েছিল। যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের মধ্যে স্বচ্ছতা আসার লক্ষ্যে এই দাবি করা হয়েছিল।
আরও পড়ুন: মঙ্গলে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়, কলকাতাতেও সতর্কতা! আজকের আবহাওয়ার খবর
সোমবার এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে উঠলে সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারকে তাদের প্রতিক্রিয়া জানানোর জন্য চার সপ্তাহের সময় দিয়েছে। চার সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি। SSC-তে ২৬ হাজার চাকরি বাতিলে ২২ লাখ OMR প্রকাশ ও বেতন ফেরত মামলা এবার কোন মোড় নেয় সেটাই দেখার।