বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি-র (SSC) গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা চলছে। এই নিয়োগে যাঁরা ওয়েটিং লিস্টে ছিলেন, তাঁদের অনেকের বয়সসীমা পেরিয়ে যাওয়ার কারণে তাঁরা চাকরি থেকে বঞ্চিত হন। সেই কারণেই তাঁরা কলকাতা হাই কোর্টে মামলা করেন। মামলার শুনানিতে হাই কোর্ট সব যোগ্য প্রার্থীদের জন্য ১০ বছরের বয়স ছাড় দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশে নিয়োগ প্রক্রিয়া ও আইনি জটিলতা আরও বাড়তে পারে বলে মনে করে রাজ্য সরকার ও এসএসসি সুপ্রিম কোর্টে যায়।
হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত
আজ এসএসসি-র (SSC) গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে বয়স সংক্রান্ত মামলা নিয়ে এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসি জানিয়েছে সব যোগ্য প্রার্থীদের ১০ বছরের বয়স ছাড় দেওয়ার বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ আপাতত কার্যকর থাকবে না। শীর্ষ আদালত জানিয়েছে, বিষয়টি এখনই কার্যকর করলে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই সুপ্রিম কোর্ট এই মামলাকে ‘কেপ্ট ইন অ্যাবেইন্স’ করেছে। অর্থাৎ, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেটি কার্যকর হবে না।
১০ বছরের বয়স ছাড়ে ব্রেক (SSC)
সব যোগ্য প্রার্থীদের ১০ বছরের বয়স ছাড় দেওয়ার নির্দেশে সুপ্রিম কোর্ট সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই নির্দেশ দেয়। শীর্ষ আদালতের মতে, প্রতিটি আবেদন আলাদা করে হলফনামা দেখে বিচার করা দরকার। এভাবে একসঙ্গে অন্তর্বর্তী নির্দেশ দিলে সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে।
কেন সুপ্রিম কোর্টে মামলা?
উল্লেখ্য, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের বয়স ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই রায়কে চ্যালেঞ্জ করে এসএসসি (SSC) ও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার সুযোগ না দিয়েই কলকাতা হাই কোর্ট নির্দেশ জারি করেছিল। ফলে মামলার সঙ্গে যুক্ত সবাই নিজেদের কথা বলার সুযোগ পায়নি।

আরও পড়ুনঃ মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলায় কলকাতা হাইকোর্টে ৩টি জনস্বার্থ মামলা, শুনানি সোমবার
সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিয়েছে?
সুপ্রিম কোর্ট জানিয়েছে –
- আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর হবে না।
- মামলায় যুক্ত সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার সুযোগ দিতে হবে।
- মামলার শুনানি হবে কলকাতা হাই কোর্টেই।
উল্লেখ্য, তিন সপ্তাহ পর কলকাতা হাইকোর্টে এই মামলার (SSC) শুনানি হবে।












