ধর্না মঞ্চ ছেড়ে পরিবারের সঙ্গে পুজো কাটান, SSC চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে বার্তা শিক্ষামন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : দরকার শুধু আদালতের নির্দেশের। আর তারপরই এসএসসিতে নিয়োগের (SSC Recruitment) কাজ শুরু হয়ে যাবে। এদিন সংবাদিক বৈঠকে এই দাবিই করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি বলেন, ‘আদালতের নির্দেশ মেনে সব ধরনের কাজ করতে তৈরি সরকার। তাই আন্দোলনকারীদের (SSC Job Seeker) অনুরোধ, আপনারা ধর্না তুলে নিন। সামনে পূজা। সেই সময়টা পরিবারের সঙ্গে কাটান।’

সোমবারই এসএসসিতে নিয়োগ নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী (Bratya Basu)। এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের চেয়্যারম্যান সিদ্ধার্থ মজুমদার। বৈঠক শেষে কমিশনের চেয়্যারম্যান জানান মেধাতালিকায় থাকা সকলেরই চাকরি হবে। যাঁরা ওয়েটিং লিস্টে রয়েছেন তাঁদের র‍্যাঙ্ক অনুযায়ী নিয়োগ করা হবে।

কিন্তু এই নিয়োগের জন্য দরকার নতুন শূন্যপদের। এদিন ব্রাত্যবাবু বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই প্রায় ৫ হাজারেরও বেশি শূন্যপদ তৈরি করা হয়ছে। প্রয়োজন আরও ৯ হাজারের মতো। সেই পদও তৈরি করা হবে। এসএসসি এখনও দেখছে যে ব্যতিক্রমীভাবে কারা ঢুকেছেন। সেইমতো তাঁদের চাকরি বাতিল করে শূন্যপদ তৈরি করার বিষয়ে কাজ করছে কমিশন।’

এদিন তিনি আরও বলেন, ‘আদালতের মতোই সরকার বা মুখ্যমন্ত্রীও চান না কারওর চাকরি চলে যাক। এমনকি এও চান না যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হোক। তাই নতুন পদ তৈরি করেই দ্রুত নিয়োগ করা হবে।’ শিক্ষামন্ত্রী জানান, ‘কমিশন এই শূন্যপদ ও নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আজই আদালতে জানিয়েছে। এবার আদালত যেমনভাবে বলবে তেমনভাবে নিয়োগ করতে প্রস্তুত রাজ্য। আদালত যদি বলে সকলকে চাকরি দিতে তাতেও করবে সরকার।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর