বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়ে জট বহুদিন পেরিয়েছে। তাও চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কিছুতেই শান্ত হচ্ছে না। কারণ নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে বারবার। সেই অস্বচ্ছতার অভিযোগে এর আগেও বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেছিল ছাত্রছাত্রীরা। যা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয় রাজ্য সরকারকে। এ সময় সাময়িকভাবে নিয়োগ প্রার্থীদের বিক্ষোভ শান্ত করার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) এবং তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)।
কিন্তু সেই ক্ষোভ যে সম্পূর্ণ প্রশমিত হয়নি আর সমস্যার সমাধানও যে হয়নি, তা আরেকবার প্রমাণিত হয়ে গেল রবিবার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) বাড়ির সামনে এবার বিক্ষোভে সোচ্চার হলেন এসএসসির চাকরিপ্রার্থীরা। নিয়োগপ্রার্থীদের বক্তব্য, ”আমরা এখানে কোনও বিক্ষোভ করতে আসিনি। শুধু স্যারের সঙ্গে দেখা করব, আমাদের কিছু বক্তব্য আছে, সেসব জানিয়েই চলে যাব।”
একথা ঠিক যে কোভিড বিধি সম্পূর্ণ ভাবেই পালন করেছেন তারা। সব নিয়ম পালন করে শান্ত ভাবেই পোস্টারে নিজেদের দাবী তুলে ধরার চেষ্টা করেন নিয়োগ প্রার্থীরা। দুপুর তিনটে নাগাদ তরুণ-তরুণীদের এই জমায়েত পৌঁছায় ব্রাত্য বসুর কালিন্দীর বাড়ির সামনে। যার জেরে পরিস্থিতি যথেষ্ট উত্তাল হয়ে ওঠে। তাদের সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ ও নিরাপত্তারক্ষীদের। নিরাপত্তারক্ষীদের বক্তব্য আগে থেকে অ্যাপোয়েন্টমেন্ট না থাকলে এভাবে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করা যায়না।
চাকরি প্রার্থীরা অবশ্য এই বক্তব্য মানতে নারাজ। তারা অনড় ভাবেই এদিন দাঁড়িয়ে থাকেন শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে। আজ এই জমায়েতের বেশিরভাগই ছিলেন মহিলা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তৃতীয় বার ক্ষমতায় ফেরার জন্য পোস্টারের মাধ্যমে অভিনন্দনও জানান তারা। তবে তাদের একটাই দাবি তাদের বক্তব্য শোনা হোক।
পুলিশ সূত্রে জানা গেছে, এরা সকলেই ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী। গতবার সরকার তরফে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চাকরি প্রার্থীদের মধ্যে পাঁচজনকে প্রতিনিধি হিসেবে কমিটিতে নেওয়া হয়। কিন্তু বিক্ষোভকারীদের বক্তব্য পরবর্তীতে সেই পাঁচজনই চাকরি পেয়েছেন, অন্যরা একই ভাবে রয়ে গেছেন বঞ্চিত। আর তাই আবারও বিক্ষোভে সামিল হতে হলে তাদের।