বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি মামলায় সুপ্রিম (Supreme Court) চাপে আগেই ‘দাগি’দের তালিকা প্রকাশ (SSC Case) করেছে কমিশন। ‘অযোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। যাতে নাম ছিল ১ হাজার ৮০৬ জন ‘দাগি’ শিক্ষকের। সেই তালিকা নিয়েই এবার অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের স্পষ্ট নির্দেশ, ফের এসএসসি-কে তালিকা প্রকাশ করতে হবে।
এসএসসি মামলায় কড়া সুপ্রিম কোর্ট | SSC Case
এদিন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে এসএসসি মামলা উঠলে বিচারপতিদের বক্তব্য, দাগি অযোগ্যদের তালিকা স্পষ্ট নয়। বিচারপতি কুমার বলেন, ”বিস্তারিত ভাবে তালিকা প্রকাশ করতে হবে। সেখানে বিষয়ভিত্তিক, সংরক্ষণভিত্তিক তথ্য থাকবে।”
কমিশনের তরফে আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, দাগি অযোগ্যদের প্রকাশিত তালিকায় সকলের নাম রয়েছে। এর পাল্টা বিচারপতি কুমার বলেন, ”কোনও গোপনীয়তা রাখবেন না। বিস্তারিত ভাবে উল্লেখ করে আবার দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করুন।” বিচারপতির পর্যবেক্ষণ, বিষয়টি নিয়ে না হলে আবার জটিলতা তৈরি হবে। আবার কেউ অন্য কিছু নিয়ে আদালতে আসবেন।
আদালতের কথা মেনে ফের তালিকা প্রকাশের কথা জানিয়েছে কমিশন। ইতিমধ্যেইসুপ্রিম নির্দেশ মতো গত সেপ্টেম্বর মাসে এসএসসি-র নবম-দশম এবং দ্বাদশ-একাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিন কমিশন বলে, নভেম্বরের প্রথম সপ্তাহেই ফল প্রকাশ করার চেষ্টা করছেন তারা। এই বিষয়ে অবশ্য আদালত অনুমতি দিয়েছে।
এই মামলার পরবর্তী শুনানি ২৪ নভেম্বর। উল্লেখ্য, এসএসসি তে মোট ৫ লক্ষ ৬৬ হাজার জন পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। আর একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য পরীক্ষা দেন ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন।
কমিশন সূত্রে খবর, চলতি মাসেই হতে পারে ফলপ্রকাশ। নির্দিষ্ট ভাবে বলতে গেলে, অক্টোবরের শেষ দিকে এসএসসির ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে। অক্টোবরে ফলপ্রকাশ হলে নভেম্বরে শুরু হয়ে যাবে ইন্টারভিউ প্রক্রিয়া। আর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন হয়ে যাবে।
এর আগে এসএসসির পরীক্ষাশেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, ‘‘সুষ্ঠু ভাবে শেষ হয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরে প্রশ্ন ও উত্তরপত্র আপলোড করা হবে। নভেম্বরে ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হবে।’’