বাংলা হান্ট ডেস্কঃ গত শুক্রবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একাদশ-দ্বাদশ শ্রেণির বহু পুরোনো এক মামলার শুনানিতে এসএসসির চেয়ারম্যানকে (SSC Chairman) আদালতে তলব করা হয়েছিল। আদালতের সাফ নির্দেশের পরেও প্রার্থীদের প্রাপ্য নম্বর না দেওয়ায় স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর ওপর ক্ষুব্ধ হয়ে বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) চেয়ারম্যানকে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এদিন আদালতে গিয়ে নিজের ভুল স্বীকার করে নিলেন চেয়ারম্যান।
এদিন আদালতের নির্দেশমতো হাজিরা দিয়ে এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, আদালতের নির্দেশ বুঝতে তাদের ‘ভুল’ হয়েছিল। মামলাটি ২০১১ সালের। বহু পুরনো হওয়ায় তাতে পদ্ধতিতে কোনও ভুল রয়েছে কি না, তা কমিশনকে যাচাই করার নির্দেশ দেয় কমিশন। এদিন বিচারপতি মান্থার সামনে নিজের বক্তব্য রাখেন এসএসসির চেয়ারম্যান।
এদিনের নির্দেশের পর পদ্ধতিগত ত্রুটি দূর করার কাজ কতটা এগোল সেই বিষয়ে আগামী শুক্রবার এসএসসিকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, ২০১১ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন ৮৩ পরীক্ষার্থী। দায়ের হয় মামলা। এরপর গত জুনে সমস্ত দিক বিচার করে মামলাকারীদের নম্বর দেওয়ার নির্দেশ দেয় দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
তবে জানা যায় এখনও পর্যন্ত সেই নির্দেশ মেনে নম্বর দেওয়া হয়নি মামলাকারীদের। কেন কোর্টের নম্বর দেওয়া সংক্রান্ত নির্দেশ উপেক্ষা করা হয়েছে তা জানতেই এসএসসির চেয়ারম্যানকে ডেকে পাঠিয়েছেন বিচারপতি। শুধু তাই নয়, এসএসসির ভূমিকায় রুষ্ট হয়ে প্রয়োজনে আদালত সমস্ত নিয়োগ খারিজ করে দিতে পারে, এমন হুঁশিয়ারিও দিয়েছিলেন বিচারপতি।
গত শুক্রবার বহু পুরোনো এই মামলার শুনানিতে বিচারপতি মান্থা এসএসসিকে তোপ দেগে বলেন, “এসএসসি কি কোর্টের সঙ্গে খেলা করছে? নিজেরা নিয়োগ করছে। আর নিজেরাই ভুল করছে। এমনকি আদালত নির্দেশ দেওয়ার পরও কার্যকর করা হচ্ছে না। এটা কি পরিকল্পিত?” ক্ষুব্ধ হয়ে বিচারপতির মন্তব্য, “বলতে কোনও দ্বিধা নেই যে, একটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে এরা খেলা করেছে।”
কমিশনের পদক্ষেপ সন্দেহজনক বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন বিচারপতি। কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আপনারা ভেবেছেন কি? প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব। আপনাদের সব নিয়োগে সন্দেহ রয়েছে। আদালতের নির্দেশের উপর এ ভাবে চালাকি করলে কড়া পদক্ষেপ করতে বাধ্য হব।” বিচারপতির হুঁশিয়ারি নির্দেশের পরই আজ সশরীরে আদালতে হাজিরা দিলেন কমিশনের চেয়ারম্যান।