বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৯ বছর পর হয়েছে এসএসসি নিয়োগ পরীক্ষা। মোটের উপর নির্বিঘ্নেই মিটেছে এসএসসির পরীক্ষা (SSC Exam)। পরীক্ষা শেষে নিয়োগ কবে? এসএসসির ফল প্রকাশ কবে হচ্ছে? এই নিয়ে জোর জল্পনা চলছিল। এরই মধ্যে জানা যাচ্ছে শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল নভেম্বরের প্রথম সপ্তাহে বের হতে পারে।
SSC-র শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ কবে? SSC Exam
স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকপদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৬ হাজার। সকলেই ফলপ্রকাশের অপেক্ষায় রয়েছেন। কমিশন সূত্রে খবর, নভেম্বরের শুরুর দিকে এসএসসির ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ‘‘নভেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চালাচ্ছি।’’
প্রসঙ্গত, এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ ছিল, মে মাসের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। গোটা নিয়োগপ্রক্রিয়া শেষ করার জন্য ৩১ ডিসেম্বরের ডেডলাইন বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। সেই টাইট ডেডলাইন মাথায় রেখে তৎপর এসএসসি।
সূত্রের খবর, অনেকটা কাজ হয়ে এসেছে। নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ যাতে করে দেওয়া যায় সেই লক্ষ্যে তোড়জোড় চলছে। উল্লেখ্য, এসএসসি তে মোট ৫ লক্ষ ৬৬ হাজার জন পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। আর একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য পরীক্ষা দিলেন ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন।

উল্লেখ্য, চলতি বছরের ৩ এপ্রিল ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। যার জেরে একধাক্কায় ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। ডেডলাইন বেঁধে সেই সকল শিক্ষক-শিক্ষিকাদের নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মতোই এগোচ্ছে কমিশন।













