‘নোয়া কোনওভাবেই খুলব না’, SSC পরীক্ষায় বসলেনই না নববধূ

Published on:

Published on:

SSC examinee walks out for refusing to remove bangle in exam hall

বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতি রুখতে এ বছর এসএসসি পরীক্ষায় একাধিক করার নিয়ম-কানুন জারি করা হয়েছে। গত সপ্তাহে প্রথম ধাপের পরীক্ষা সুস্থ ভাবে হলেও, দ্বিতীয় ধাপের পরীক্ষায় নিয়ম-কানুন ঘিরে তৈরি হয় উত্তেজনামূলক পরিস্থিতি। সূত্রের খবর,পরীক্ষার হলে ঢোকার সময় এক পরীক্ষার্থীকে হাতের নোয়া খুলতে বলা হয়। কিন্তু নোয়া খুলতে নারাজ ওই পরীক্ষার্থী শেষমেশ পরীক্ষা না দিয়েই কেন্দ্র থেকে বেরিয়ে চলে যায়। ঘটনাটি ঘটেছে রবিবার কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে, এসএসসি পরীক্ষার (SSC Exam) সময়।

এসএসসির নির্দেশ অনুযায়ী পরীক্ষার (SSC Exam) হলে ধাতব বস্তু নিয়ে প্রবেশ নিষেধ

এসএসসি সূত্র খবর,পরীক্ষার (SSC Exam) আগে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, কোনওরকম ধাতব বস্তু নিয়ে হলে প্রবেশ করা যাবে না। বিবাহিত মহিলাদের শাখা, পলা, নোয়া খুলে ঢোকার নির্দেশও দেওয়া হয়। কড়া নিরাপত্তায় আজকের পরীক্ষায় সেই নিয়ম মানতে বলা হলেও এক নববধূ পরীক্ষার্থী তাতে রাজি হননি বলে জানা যায়।

অভিভাবকদের প্রশ্ন, “সধবা মেয়ে সিঁদুর শাখা নোয়া কেন খুলবে?” তাঁদের ক্ষোভ স্পষ্ট। অন্যদিকে ওই পরীক্ষার্থীর সাফ কথা, “নোয়া কোনও ভাবেই খুবল না। তাতে পরীক্ষা দিতে যদি না হয় দেব না।” তিনি আরও বলেন, “সবে এক মাস বিয়ে হয়েছে আমার। এখন বলছে নোয়া খুলে ফেলতে, সেটা হয় নাকি? পরীক্ষা দেবই না।”

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অবশ্য জানিয়েছেন, তাঁদের কাছে এ ধরনের কোনও অভিযোগ আসেনি। তবে এসএসসি আগেই ঘোষণা করেছিল, পরীক্ষা কেন্দ্রে দামি জিনিস বা ধাতব বস্তু আনা যাবে না। সেই নির্দেশ মতোই করা নিরাপত্তা দিয়ে পরীক্ষা (SSC Exam) হচ্ছে রাজ্যের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে।

SSC examinee walks out for refusing to remove bangle in exam hall

আরও পড়ুনঃ বীরভূমে অবৈধ খাদান দুর্ঘটনায় মৃত ৬, অবশেষে গ্রেপ্তার মালিক ভুলু ঘোষ

কিন্তু সদ্য বিবাহিত ওই পরীক্ষার্থী, নিয়ম মানতে অস্বীকার করে পরীক্ষা (SSC Exam) না দেওয়ার সিদ্ধান্ত নেন। এই ঘটনা ঘিরে প্রশ্ন উঠেছে, পরীক্ষার কড়া নিয়ম ও ব্যক্তিগত ধর্মীয়-সামাজিক বিশ্বাসের মধ্যে সমন্বয় কোথায়? আপাতত এই ঘটনার জল কতদূর এখন সেটাই দেখা।