প্রকাশিত হল একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা, কত গেল কাট অফ?

Published on:

Published on:

SSC Interview List Published
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা। আগেই হয়ে গিয়েছিল লিখিত পরীক্ষা। আর সেই পরীক্ষার নম্বর, শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষকতার অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই প্রাথমিক মেধা তালিকা।

ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছে কমিশন (SSC)

মূলত, লিখিত পরীক্ষার ৬০ নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতার ১০ নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ১০ নম্বর এই তিনটির যোগফলের ভিত্তিতেই ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছে কমিশন (SSC)। এ দিনের প্রকাশিত তালিকা অনুযায়ী কোন বিষয়ে কত নম্বরে ইন্টারভিউর ডাক মিলেছে, তা নিয়েই আগ্রহ ছিল চাকরিপ্রার্থীদের মধ্যে।

কোন সাবজেক্টে কত কাট অফ ?

তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে, অ্যাকাউন্টেন্সিতে কাট অফ ৩৪। বাংলায় কাট অফ নেমেছে ৭৩। বায়োলজিক্যাল সায়েন্সে ৬৪, কেমিস্ট্রিতে ৬৭, কম্পিউটার অ্যাপ্লিকেশনে ৫৩ এবং কম্পিউটার সায়েন্সে কাট অফ নির্ধারিত হয়েছে ৬০। অর্থনীতিতে কাট অফ নম্বর ৫৮ এবং এডুকেশনে ৫৬। ইংরাজিতে সর্বোচ্চ কাট অফগুলোর একটি ৭৭। অন্যান্য বিষয়ে কাট অফ হল- পরিবেশবিদ্যা ৬৯, ভূগোল ৭০, ইতিহাস ৭৫, অঙ্ক ৭১, ফিজিক্স ৫৬, রাষ্ট্রবিজ্ঞান ৬৮ ও সংস্কৃত ৬৮।

ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি আদালত বাতিল করার পর কমিশনকে (SSC) নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল কোর্ট। সেই নির্দেশ অনুযায়ীই নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করে এসএসসি। গত ১৪ সেপ্টেম্বর রাজ্যের মোট ৪৭৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা। প্রতি বিষয়ে মোট নম্বর ছিল ৬০।

SSC Interview List Published

আরও পড়ুনঃ বয়স নয়, ‘স্বাস্থ্য’ দেখেই চলবে বাস! হাই কোর্টের রায়ে স্বস্তিতে বাস মালিকেরা

এসএসসি (SSC) জানিয়েছে, উচ্চমাধ্যমিক স্তরে শূন্য পদের সংখ্যা ১২,৫১৪। কিন্তু শিক্ষক পদে আবেদন করেছিলেন মোট ২,৪৬,৫৪৩ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ২,২৯,৬০৬ জন। তাদের মধ্যেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থী, যাদের নাম আজ প্রকাশিত হল ইন্টারভিউ তালিকায়। নতুন তালিকা প্রকাশের ফলে শিক্ষক নিয়োগের পরবর্তী ধাপে পৌঁছে গেল বহু চাকরিপ্রার্থী। এখন নজর ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা এবং চূড়ান্ত ফলাফলের দিকে।