SSC পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারি, কী কী সঙ্গে রাখা একেবারেই মানা? জানুন বিস্তারিত

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ ৯ বছর প্রতীক্ষার পর ফের আয়োজিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) দ্বিতীয় স্কুল লেভেল সিলেকশন টেস্ট (SLST)। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর, দু’দিন দুই দফায় হবে পরীক্ষা। নিয়োগ দুর্নীতি নিয়ে বহু আইনি জটিলতা কাটিয়ে অবশেষে আয়োজিত হওয়া এই পরীক্ষার দিকে তাকিয়ে আছেন রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী। আর সেই কারণেই এবার পরীক্ষাকেন্দ্রে জারি করা হয়েছে কঠোর নিয়মনীতি।

কী কী নেওয়া যাবে না পরীক্ষকেন্দ্রে?

কমিশন (SSC) সম্প্রতি পরীক্ষার নিয়ম নির্দেশিকা নিয়ে একটি তালিকা প্রকাশ করেছেন। তালিকার স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কোনওভাবেই ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ট্যাব, হেডফোন থেকে শুরু করে যে কোনও প্রকার গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি ঘড়িও (ডিজিটাল বা অ্যানালগ উভয়ই) সঙ্গে রাখা যাবে না বলে জানান হয়েছে। এছাড়া, ক্যালকুলেটর, লগ টেবিল, বইপত্র বা অন্য কোনও স্টেশনারি জিনিসও রাখা নিষিদ্ধ বলে স্পষ্ট উল্লেখ করা রয়েছে তালিকায়। পরীক্ষাকেন্দ্রে এগুলির মধ্যে একটি বস্তু কারও কাছে পাওয়া গেলেই সেই পরীক্ষার্থীর পরীক্ষা সঙ্গে সঙ্গে বাতিল হবে বলে জানিয়েছে কমিশন।

তবে, প্রার্থীরা কেবলমাত্র নির্দিষ্ট কিছু জিনিস সঙ্গে রাখতে পারবেন। যেমন- স্বচ্ছ বোতলে জল, নীল বা কালো কালি সমৃদ্ধ স্বচ্ছ কলম, কমিশন প্রকাশিত প্রভিশনাল অ্যাডমিট কার্ড এবং আসল পরিচয়পত্র (ভোটার কার্ড, আধার বা পাসপোর্ট)। এসব কাগজপত্র ও সামগ্রী স্বচ্ছ ফোল্ডারে রাখতে হবে। কোনও ধরনের অতিরিক্ত কাগজ বা অননুমোদিত সামগ্রী সঙ্গে রাখলে তা শাস্তিযোগ্য হবে।

পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায় এবং চলবে ১টা ৩০ মিনিট পর্যন্ত। তবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর শেষ সময় সকাল ১১টা ৪৫ মিনিট। এর পরে কোনও পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। ফলে সময় মেনে হাজির হওয়া অত্যন্ত জরুরি।

আরও পড়ুনঃ বিধানসভা ভোটে বাংলায় ১৪১টি আসনে ‘পাখির চোখ’ বিজেপির, কোথায় ‘শক্ত ঘাঁটি’, কোথায় ‘দোদুল্যমান’? বিশেষ নজর গেরুয়া শিবিরের

চাকরিপ্রার্থীদের জন্য এই পরীক্ষা শুধু একটি সুযোগ নয়, প্রায় এক দশকের অপেক্ষার ফল। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে নিয়োগ দুর্নীতি রুখতে কমিশনের (SSC) এই উদ্যোগ। কমিশন স্পষ্ট জানিয়েছে যে নিয়ম ভাঙলে পরীক্ষার সুযোগ নষ্ট হতে পারে। তাই প্রার্থীদের উদ্দেশ্য কমিশনের একটাই বার্তা যে সময় মেনে, নির্দিষ্ট কাগজপত্র ও সামগ্রী নিয়ে পরীক্ষাকেন্দ্রে হাজির হওয়া।