বাংলা হান্ট ডেস্কঃ ‘অন্তত ২৪ ঘন্টা জেলে থাকা উচিত পার্থ চট্টোপাধ্যায়ের’, ঠিক এভাবেই এদিন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ধর্ণা মঞ্চে উপস্থিত এক এসএসসি চাকরিপ্রার্থী। আবার অপরজনের দাবি, “প্রাক্তন শিক্ষামন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” এদিন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর ময়দানের অবস্থান মঞ্চ থেকে ক্ষোভের পাশাপাশি কাতর আবেদন শোনা গেল প্রতিটি চাকরি প্রার্থীর গলায়।
উল্লেখ্য, গতকাল থেকে ২৬ ঘন্টার ওপর ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর এদিন সকালে ইডির হাতে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার পর ইতিমধ্যেই আদালতের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে আর এ ঘটনা প্রসঙ্গে এদিন এসএসসি চাকরিপ্রার্থীদের ধরা হলে ক্ষোভ জাহির করেন সকলেই। ময়দানে অবস্থান মঞ্চ থেকে এক আন্দোলনকারীর কথায়, “পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য অনেক ধাক্কা খেয়েছি। নাকতলা থানার পুলিশ আমাদের মেরেছে। অন্তত ২৪ ঘন্টা জেলে থাকা উচিত ওর।”
অপরদিকে আক্রমণের ঝাঁঝ আরো বাড়িয়ে অপর এক চাকরি প্রার্থী জানান, “পার্থ চট্টোপাধ্যায়ের এরকম আরো অনেক বান্ধবী রয়েছে, যাদের সুপারিশে বেআইনিভাবে বহুজনকে চাকরি দেওয়া হয়েছে।” উল্লেখ্য, দীর্ঘ বেশ কয়েক মাস ধরে চাকরির দাবিতে আন্দোলন করে চলেছে একাধিক মানুষ। তাদের দাবি একটি এবং তা হল, “যোগ্যতা অনুযায়ী সকলকে চাকরির ব্যবস্থা করে দেওয়া।” তবে এক্ষেত্রে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে এবং এরপর থেকে একাধিক তথ্য সামনে আসতে শুরু করে। তবে এদিন পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতারির পর দুর্নীতির প্রসঙ্গটি প্রমাণিত হলো বলেই দাবি আন্দোলনকারীদের। উল্লেখ্য, গতকাল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি টাকার পাশাপাশি একাধিক সোনা-গয়না, ২০টি মোবাইল ফোন এবং বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি।
জানা গিয়েছে, এদিন সকল আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে আসবেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে আরও বেশ কয়েকজনের আসার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে সবমিলিয়ে চাকরি পাওয়ার ব্যাপারে আশার আলো দেখতে শুরু করেছে অনেকেই। এক আন্দোলনকারী অভিষেক সেন জানান, “কলকাতা হাইকোর্টের নির্দেশে যেভাবে তদন্ত হচ্ছে, সেটা হোক। তবে আমাদের নিয়োগ প্রক্রিয়া চালু করা প্রয়োজন। যেভাবে আমরা পরীক্ষায় পাশ করার পরেও চাকরি পাচ্ছি না, তাতে সমস্যার সৃষ্টি হয়েছে। তাই আমাদের চাকরি ফেরত দেওয়া উচিত।” সব মিলিয়ে একের পর এক নাটক জারি রয়েছে বঙ্গ রাজনীতিতে আর এর মাঝে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কড়া শাস্তির দাবি জানিয়ে চলেছে সকল আন্দোলনকারীরাই।