বাংলা হান্ট ডেস্কঃ চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ঘিরে ফের উত্তেজনা রাজ্যে। চাকরি-হারা যোগ্য শিক্ষক সুবল সোরেনের মৃত্যুতে SSC ভবন অভিযানের (SSC Protest) ডাক দিয়েছিল চাকরিহারা শিক্ষকদের একাংশ। কিন্তু তার আগেই একাধিক ধরপাকড়ে থমকে গেল আন্দোলনের কর্মসূচি। সম্প্রতি বিধান নগর পুলিশ একটি অডিও কল প্রকাশ্যে এনেছে, যার জেরে গ্রেপ্তার করা হয়েছে চাকরিহারা আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাসকে। পুলিশের দাবি, এই অভিযানে নাকি হিংসার ছক কষা হয়েছিল।
সুমন বিশ্বাসের গ্রেফতারিতে স্থগিত হলো SSC অভিযান (SSC Protest)
পুলিশের দাবি, এদিনের অভিযান ঘি দুই চাকরিহারা শিক্ষকের ফোনালাপে উঠে এসেছে বোমা মারা, পাথর ছোড়া, এমনকি সকেট বোমা ব্যবহারের কথাও। বিধাননগর পুলিশ কমিশনারেটের হাতে এসেছে সেই অডিয়ো। তদন্তকারীদের দাবি, এই আন্দোলনকে পরিকল্পিতভাবে হিংসাত্মক রূপ দিতে চেয়েছিলেন কিছু চাকরিহারা। এরপরই হুগলির আদিসপ্তগ্রাম থেকে মগড়া থানার পুলিশ গ্রেফতার করে সুমনকে।
শুধু সুমন নন, “এসএসসি অভিযানে যোগ দিতে আসা দুই আরও চাকরিহারাকেও আটক করা হয়েছে করুণাময়ী থেকে।” পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগাম সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ। আন্দোলনের রুট ও পরিকল্পনা যাতে পাল্টে গিয়ে অশান্তি তৈরি না হয়, তার জন্য করুণাময়ী চত্বরে কড়া নজরদারি চলছে। নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশও মোতায়েন করা হয়েছে সর্বত্র।
স্থগিত আন্দোলন, দাবি থেকে সরছেন না চাকরিহারা
এই পরিস্থিতিতে চাকরিহারা শিক্ষক সংগঠন সিদ্ধান্ত নেয় সোমবারের কর্মসূচি স্থগিত রাখার। তবে আন্দোলনকারীদের বক্তব্য, “সোমবার আন্দোলন স্থগিত রাখা হলেও তাঁরা কিন্তু নিজেদের দাবি থেকে সরছেন না।” অর্থাৎ, ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক আসতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।
অডিয়ো-কাণ্ডের গ্রেপ্তারি ও করুণাময়ীতে পুলিশের সর্বোচ্চ সতর্কতায় সোমবার SSC ভবন অভিযান (SSC Protest) স্থগিত করা হলেও চাকরিহারা শিক্ষকরা জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবেই। এখন চাকরিহারা শিক্ষকেরা আরও কোনও বড় আন্দোলনের ডাক দেয় কিনা সেই আশঙ্কাতেই রাজ্য ও প্রশাসন।