‘ভাল পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত..,’ ২৬০০০ চাকরি বাতিল মামলা নিয়ে রিভিউ পিটিশন, বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট

Published on:

Published on:

SSC Recruitment Case(5)
Follow

বাংলা হান্ট ডেস্ক: গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি ২০১৬ সালের (SSC Recruitment Case) গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। যার জেরে প্রায় ২৬০০০ শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের রায় নিয়ে রিভিউ পিটিশন দায়ের হয়েছিল। এদিন সেই পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।

এসএসসি ইস্যুতে রিভিউ পিটিশন খারিজ | SSC Recruitment Case

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এ বিষয়ে পূর্বে যে রায় ছিল, তা-ই বহাল থাকবে। নতুন নিয়োগ প্রক্রিয়াতেও কোনও রকম হস্তক্ষেপ করবে না আদালত। পাশাপাশি পর্যবেক্ষণে প্রধান বিচারপতি আরও জানান, সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় অনেক ভাল পড়ুয়াও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে ভাল পড়ুয়া হলে তিনি আবার ঠিক নিযুক্ত হয়ে যেতে পারবেন।

প্রধান বিচারপতির বলেন, ‘‘এটা ঠিক যে, কোনও প্রক্রিয়া খারিজ হলে ভাল পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত হন। কিন্তু যাঁরা ভাল তাঁরা আবার নিযুক্ত হয়ে যেতে পারবেন।’’ উল্লেখ্য, চাকরিপ্রার্থীদের একাংশ নয়া নিয়োগ প্রক্রিয়ার বিরোধীতা করে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অনেককে যেমন বঞ্চিত করা হয়েছে। অনেক যোগ্য সুযোগ পাননি।

এই আবহে ২৬ হাজার চাকরি বাতিলের রায় পুনরায় বিবেচনা এবং নতুন নিয়োগপ্রক্রিয়া স্থগিত করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই চাকরিপ্রার্থীরা। এ নিয়ে সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ হলে আর্জি গ্রহণ করতেই চায়নি আদালত। মূলত চাকরিপ্রার্থীদের আবেদন এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

SSC

আরও পড়ুন: কেন নবান্নে যাচ্ছেন না শুভেন্দু? অবশেষে কারণ খোলসা করে স্বরাষ্ট্র সচিবকে চিঠি বিরোধী দলনেতার

উল্লেখ্য, হাইকোর্টের রায় বহাল রেখে গত ৩ এপ্রিল এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। যার জেরে এক ধাক্কায় ২৫ হাজার ৭৩৫ জন চাকরি হারান। আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি।