বাংলা হান্ট ডেস্কঃ ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পর ফের শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর আবার পরীক্ষা দেবে প্রার্থীরা। তবে পরীক্ষার আগেই নতুন নির্দেশিকা জারি করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। আধার কার্ড বা ভোটার কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে ঢোকাই যাবে না। নতুন নির্দেশিকা এমনটাই জানিয়েছে এসএসসি। আর এই নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
এসএসসির (SSC) নতুন নির্দেশিকা কি কি বলা হয়েছে?
সূত্রের খবর, এসএসসির (SSC) নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে, পরীক্ষার্থীকে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে। পরীক্ষা দুপুর ১২টায় শুরু হলেও সকাল ১০টার মধ্যে সকল প্রার্থীদের সেন্টারে পৌঁছতে হবে। পরীক্ষা শুরুর আগে পরিচয়পত্র খতিয়ে দেখে তবেই তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হবে।
কেন এসএসসি (SSC) নতুন নির্দেশিকায় পরিচয়পত্র সঙ্গে রাখার কথা বলেছে তার কারণ খুঁজতে গিয়ে জানা গিয়েছে, অনলাইনে আবেদন করার সময় অনেক প্রার্থী সঠিক ফরম্যাটে ছবি বা সই আপলোড করেননি। অ্যাডমিট কার্ড স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়ায় অনেক কার্ডে ছবি বসানো যায়নি। কমিশন আগেই সংশোধনের সুযোগ দিলেও বহুজন তা করেননি। ফলে শেষমেশ বিকল্প পথ হিসেবে পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে।
২,১৬০টি অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে
এদিকে সম্প্রতি ১,৮০৬ জনের একটি ‘দাগি’ তালিকা প্রকাশ করেছে এসএসসি (SSC)। তাঁদের মধ্যে অনেকে নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করেছিলেন। কমিশন জানিয়েছে, প্রায় ১,৪০০ জন ‘দাগি’র মোট ২,১৬০টি অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। কারণ, অনেকেই নবম-দশম এবং একাদশ-দ্বাদশ উভয় পর্যায়ের জন্য আবেদন করেছিলেন। ফলে তালিকায় থাকা নামের তুলনায় বাতিল হওয়া অ্যাডমিটের সংখ্যা বেশি।
আরও পড়ুনঃ নবরাত্রি থেকেই বদল হবে GST কাঠামো, কোন কোন জিনিসের দাম কমবে? জেনে নিন এক নজরে
২৬ হাজার চাকরি বাতিলের পর নতুন নিয়োগ পরীক্ষাকে ঘিরে চাপে রয়েছে এসএসসি (SSC)। এবার কড়া নিয়মে পরীক্ষার আয়োজন করা হলেও পরিচয়পত্র বাধ্যতামূলক করা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এখন দেখার, এই নতুন পদক্ষেপ পরীক্ষার্থীরা কিভাবে নেয় এবং এর জন্য আর কোনও জটিলতা তৈরি হয় কিনা।