বাংলা হান্ট ডেস্কঃ শীতকালীন ছুটি শেষ হতেই আজ, ২রা জানুয়ারি ২০২৬ থেকে আবার পুরোদমে শুরু হলো কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) কাজ। আর প্রথম দিনেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানি শুরু হয়েছে। এতে বহুদিন ধরে আটকে থাকা সমস্যাগুলি আজ আদালতে উঠে আসতে চলেছে।
কোর্ট (Calcutta High Court) নম্বর ১৮-তে এসএসসি মামলা
আজ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) কোর্ট নম্বর ১৮-তে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে এসএসসির ২য় এসএলএসটি সংক্রান্ত প্রায় ৩৫ থেকে ৪০টি মামলার শুনানি তালিকাভুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরে যাঁরা অপেক্ষা করছেন, তাঁদের কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ওবিসি সংরক্ষণ নিয়ে নতুন বিতর্ক
আজকের শুনানিতে বড় বিষয় হয়ে উঠেছে ওবিসি সংরক্ষণ। এর আগে এসসি, এসটি এবং পিএইচ ক্যাটাগরির প্রার্থীদের জেনারেল হিসেবে ধরা নিয়ে বিতর্ক হয়েছিল। এবার একই অভিযোগ উঠছে ওবিসি-এ ও ওবিসি-বি প্রার্থীদের ক্ষেত্রেও।
প্রার্থীদের অভিযোগ, তাঁদের সংরক্ষণের সুবিধা না দিয়ে জেনারেল ক্যাটাগরিতে গণ্য করা হয়েছে। ফলে তাঁরা নিয়োগের ন্যায্য সুযোগ হারিয়েছেন। এই বিষয়টি নিয়ে WPA 28417 এবং WPA 2843/2025 নম্বর মামলাগুলি আজ শুনানির তালিকায় রয়েছে।
অভিজ্ঞতার ১০ নম্বর না পাওয়ার অভিযোগ
আজকের তালিকায় থাকা অধিকাংশ মামলাই পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর সংক্রান্ত। নিয়ম অনুযায়ী অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পাওয়ার কথা থাকলেও বহু প্রার্থী তা পাননি বলে অভিযোগ। প্রার্থীদের দাবি, আবেদনপত্রে শিক্ষকতার অভিজ্ঞতা লেখার জন্য আলাদা কোনও জায়গা ছিল না। ফলে ভোকেশনাল কোর্স, প্রাইভেট স্কুল বা কেন্দ্রীয় সরকারি স্কুলে কাজের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাঁরা তা জানাতে পারেননি। এই দাবিতে আদালতে গিয়েছেন পুষ্পিতা চন্দ্র, তাপস মণ্ডল, কৌশিক রায়ের মতো একাধিক প্রার্থী।
এসএলএসটি ২০২৫ পরীক্ষায় একাধিক বিষয়ে প্রশ্ন ভুল ছিল এই অভিযোগও আজ শোনা হতে পারে। ভূগোল, ইংরেজি, বাংলা ও ইতিহাসের প্রশ্ন ভুল থাকার কারণে অনেক যোগ্য প্রার্থী মেধা তালিকা থেকে বাদ পড়েছেন বলে দাবি। পূর্ণিমা সরকার ও রাবিয়া খাতুনের মতো প্রার্থীরা জানিয়েছেন, ভুল প্রশ্নের জন্য তাঁরা র্যাঙ্কিং, ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউয়ের সুযোগ পাননি। এই মামলাগুলিতে প্রার্থীদের হয়ে সওয়াল করছেন অ্যাডভোকেট আলী হোসেন আলমগীর সহ অন্যান্য আইনজীবীরা।

আরও পড়ুনঃ নতুন বছরেই সুখবর! জানুয়ারি থেকে প্রায় নিশ্চিত ৬০ শতাংশ DA, বিস্তারিত জানুন
শীতকালীন ছুটির সময় কিছু জরুরি মামলার শুনানি হলেও, আজ থেকে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এসএসসি সংক্রান্ত মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হলো। এসএসসির বিভিন্ন ধাপে যে ভুল ও গাফিলতির অভিযোগ উঠেছে, আদালত (Calcutta High Court) তা নিয়ে কী পর্যবেক্ষণ দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন হাজার হাজার চাকরিপ্রার্থী।












