বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়ে জট খুলছে না। দীর্ঘ টানাপোড়েনের পর গ্রুপ সি (Group C), গ্রুপ ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC Recruitment)। আবেদন নেওয়ার কাজও শুরু হয়েছে। এরই মধ্যে এই নিয়োগপ্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ।
এসএসসি নিয়ে নয়া মামলা হাইকোর্টে | Calcutta High Court
অভিযোগ, তাঁদের নাম যোগ্য তালিকা থেকে বাদ দিয়ে অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আবেদনকারীদের দাবি, ক্যাটাগরাইজেশন অনুযায়ী দাগি প্রার্থী নন, তা সত্ত্বেও তাঁদের সেই তালিকায় ফেলা হয়েছে। শিক্ষাকর্মী পদে ৩ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণ। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।
যেহেতু বুধবারই গ্রুপ সি, গ্রুপ ডি পদে আবেদনপত্র জমা করার শেষ তারিখ। তাই জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন জানিয়ে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়েরের অনুমতি চান আবেদনকারীর আইনজীবী। সে আবেদন আবেদন গ্রহণ করেছেন বিচারপতি। জরুরি ভিত্তিতে মঙ্গলবারই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি এসএসসির মামলায় মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের নামের তালিকা তলব করেছে কলকাতা হাই কোর্ট। পরবর্তী শুনানির দিন তালিকা দেওয়ার নির্দেশ বিচারপতি সিনহার। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষকদের পাশাপাশি চাকরি গিয়েছে ২০১৬ সালের এসএসসির প্যানেলের শিক্ষাকর্মীদের।

আরও পড়ুন: ডিসেম্বরের প্রথম দিনেই সুখবর! দাম কমল সোনার, আজকের রেট (১ ডিসেম্বর, ২০২৫)
বিগত প্রায় ৮ মাস ধরে বেতন বন্ধ রয়েছে গ্রুপ C, গ্রুপ D-র কর্মীদের। গত এপ্রিল মাসে ২৫,৭৫২ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে সুপ্রিম নির্দেশে। দাগি নন, এমন শিক্ষকদের চাকরি থাকলেও শিক্ষাকর্মীরা সেই সুবিধা পান নি। আদালতের নির্দেশে এ বছর ফের নিয়োগ পরীক্ষার আয়োজন করেছে কমিশন। তবে আদালত স্পষ্ট করেছিল, কোনওভাবেই দাগি প্রার্থীরা এই পরীক্ষায় বসতে পারবে না। এরই মধ্যে নিজেদের দাগি না বলে দাবি করে হাইকোর্টে চাকরিপ্রার্থীদের একাংশ।












