বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের ডেডলাইন মাথায় রেখে কিছুদিন আগেই নবম-দশম, একাদশ-দ্বাদশের নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যেই গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি কবে তা নিয়ে জল্পনা চলছিল। এবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল স্কুল সার্ভিস কমিশন (SSC Recruitment)।
শিক্ষাকর্মী নিয়োগের পথে এসএসসি | SSC Recruitment
স্কুল সার্ভিস কমিশন তরফে জানানো হয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের জন্য ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষক নিয়োগ পরীক্ষার পর এবারে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা নেবে এসএসসি। আর কি বলা হয়েছে কমিশনের বিজ্ঞপ্তিতে? জেনে নিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা ২৯৮৯। গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫৪৮৮। জেনারেল ক্যাটাগরি অর্থাৎ সাধারণ বিভাগের প্রার্থীদের আবেদনের জন্য দিতে হবে ৪০০ টাকা। তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও বিশেষভাবে সক্ষম ক্যাটাগরির প্রার্থীদের ১৫০ টাকা করে দিতে হবে আবেদনের জন্য।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, দাগিরা কোনওভাবেই এই পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন না। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিগত প্রায় ৬ মাস ধরে বেতন বন্ধ রয়েছে গ্রুপ C, গ্রুপ D-র কর্মীদের। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এসএসসি ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। দাগি নন, এমন শিক্ষকদের চাকরিতে বহাল থাকলেও শিক্ষাকর্মীরা একেবারেই পথে বসেছেন। এবার শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা নিয়ে আপডেট সামনে এল।
আরও পড়ুন: বিনামূল্যে আইনি সহায়তা, ৩.৬৬ লক্ষ ভোটারের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট
নতুন বিজ্ঞপ্তির বিষয়ে জানিয়ে এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন, “পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। বাংলার কর্মপ্রার্থী যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ এবং সক্রিয় পর্যবেক্ষণে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের এটি আরও একটি পদক্ষেপ!” আবেদনকারীদের শুভেচ্ছাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।