‘SSC যা করেছে, পড়ুয়াদের ভালোর জন্য’, যুক্তির ব্যখ্যা চেয়ে আদালতে প্রশ্নের মুখে রাজ্য

Published on:

Published on:

SSC Recruitment Rule Change Sparks Debate

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশনের (SSC) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে দুশ্চিন্তায় অনেক চাকরিপ্রার্থী। নতুন নিয়মে বলা হয়েছে, যাঁরা আগে কোথাও শিক্ষকতা করেছেন, তাঁরা ১০ নম্বর বেশি পাবেন। কিন্তু ২০১৬ সালের পুরনো ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের অনেকেই বলছেন, তাঁরা তো এই নম্বর পাবেন না! এতে তো তাঁরা শুরু থেকেই পিছিয়ে পড়ছেন।

পুরনোদের বাদ দিতে চাইছে কমিশন? (SSC Recruitment)

প্রার্থীদের প্রশ্ন, এত বছর পর হঠাৎ নতুন নিয়ম কেন? আগের নিয়মের বদলে ২০২৫ সালে হঠাৎ এই পরিবর্তন? তাঁদের দাবি, SSC ইচ্ছাকৃতভাবে পুরনো ও যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার চেষ্টা করছে (SSC Recruitment)। কলকাতা হাইকোর্টে এই নিয়মকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। সোমবার সেই মামলার শুনানি হলেও এখনই রায় দেওয়া হয়নি।

SSC-র পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, “যাঁদের এখনও ডাক আসেনি, তাঁরা কতটা যোগ্য, সেটা ভাবা দরকার। যারা আগে শিক্ষকতা করেছেন, তাঁরা বেশি নম্বর পাবেন এটাই স্বাভাবিক।” তিনি বলেন, “নতুনদেরও তো জায়গা দিতে হবে! রাজনীতিতেও তো বলা হয় এই বুড়োরা কবে যাবে!” এই মন্তব্য ঘিরেই আদালতের ঘরেও হাসির রেশ।

রাজ্যের বক্তব্য, নিয়োগ বিজ্ঞপ্তি তৈরির সময় সরকারের হাতে তিনটে রুল ছিল, ২০১৬, ২০১৯ আর ২০২৫-এর। কোন নিয়ম মানা হবে, সেটা SSC ঠিক করবে। তাঁদের দাবি, সবটাই করা হয়েছে পড়ুয়াদের ভালোর কথা ভেবেই (SSC Recruitment)। সুপ্রিম কোর্টও নাকি এই নিয়মে বাধা দেয়নি।

SSC Recruitment Rule Change Sparks Debate

আরও পড়ুনঃ শহিদদের শ্রদ্ধা জানাতে দেয়াল টপকালেন ওমর, পুলিশের ভূমিকায় অবাক মমতা

প্রার্থীদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) বলেন, “আসলে যারা আগে চাকরি পায়নি, তাদের আবার সুযোগ দিতেই পুরনো নিয়ম পাল্টে দেওয়া হয়েছে।” পূর্ব অভিজ্ঞতার ১০ নম্বর পেতে অনেকেই বেসরকারি স্কুলে কয়েক মাস চাকরি করে এসেছে বলেও অভিযোগ উঠছে।