পুরো প্যানেল বাতিল! সুদ সহ মোট কত টাকা ফেরত দিতে হবে চাকরিহারাদের? জানলে থ হবেন

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে ঝুলছিল এসএসসির ২৬ হাজার চাকরিপ্রার্থীর (SSC Recruitment Scam) ভাগ্য। অবশেষে আশঙ্কাই সত্যি হল। অবশেষে, কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রেখে ঘোষণা হয়ে গেল ‘সুপ্রিম’ রায়। পূর্বসূচি অনুযায়ী আজ সকালেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলা উঠেছিল। তারপর ২০১৬ সালের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার ফলে একধাক্কায় চাকরি হারালেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা।

সুদে-আসলে কত টাকা খসবে চাকরিহারাদের (SSC Recruitment Scam)?

হাইকোর্টের নির্দেশ বহাল রাখা হলেও এই চাকরি বাতিল (SSC Recruitment Scam) মামলার বেশ কয়েকটি ক্ষেত্রে বদল এনেছে সুপ্রিম কোর্ট। তবে বহাল রাখা হয়েছে বেতন ফেরতের অর্ডার। সুপ্রিম কোর্টের আইনজীবী এপ্রসঙ্গে বলেছেন, ‘হাইকোর্টের রায়ের পর সকলের ধারণা ছিল, সুুপ্রিম কোর্ট হয়তো মানবিকতার কারণে বেতন ফেরতের অর্ডারটা পুর্নবিবেচনা করবে। কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। বেতনের টাকা ফেরত দিতে বলা হয়েছে।’ এছাড়াও জানা যাচ্ছে, আগামী তিন মাসের মধ্যে যে নতুন নিয়োগ প্রক্রিয়া হবে সেখানেও তাঁরা বসতে পারবেন না।

কাদের টাকা ফেরত দিতে হবে?

প্রশ্ন উঠছে, কাদের টাকা ফেরত দিতে হবে? তাহলে চাল থেকে কাঁকর আলাদা করা কি সম্ভব হয়েছে? জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, যাঁরা অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন, তাঁদের (SSC Recruitment Scam) বেতনের টাকা ফেরত দিতে হবে। আইনজীবী ফিরদৌস শামিমের দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতা হাইকোর্টের তরফে তিনটে ক্যাটাগরি করে দেওয়া হয়েছে। যারা সাদা OMR শিট জমা দিয়েছিল, তাঁদেরকে নাকি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তাঁদের নামের তালিকাও নাকি জমা পড়ে আছে কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৬ সাল থেকে তাঁরা যে বেতন পেয়ে এসেছেন সেই টাকার সাথেই তাঁদের ফেরত দিতে ১২ শতাংশ হারে সুদের টাকাও।

আরও পড়ুন: পার্থ জেলে, এবার জবাবদিহি করতে হবে মুখ্যমন্ত্রীকেও! SSC মামলায় ‘সুপ্রিম’ রায়ের পর বিস্ফোরক অমিত মালব্য

মাথা পিছু মোট কত টাকা ফেরত দিতে হবে?

প্রসঙ্গত বর্তমান পে-স্কেল অনুযায়ী একাদশ-দ্বাদশের শ্রেণীর ক্ষেত্রে স্টার্টিং স্যালারি মোটামুটি ৪৪ হাজারের কাছেই রয়েছে। এই হিসাব অনুযায়ী ২০১৬ থেকে  ২০২৪ অবধি প্রায় ২৬ লক্ষ টাকা বেতন হবে ওই শিক্ষকের। এছাড়াও টাকা বাড়লে বাড়বে মোট অঙ্ক। অন্যদিকে গ্রুপ সির ক্ষেত্রে বেতন হয় ২৬-২৭ হাজার টাকা। বেতন বৃদ্ধির সাথে ২০২৪ সাল অবধি ১৬ লক্ষ টাকার আশেপাশে হবে তাঁদের বেতন। এছাড়া গ্রুপ ডির ক্ষেত্রে শুরু ১৯ হাজার টাকা বেতন হলে, ২০২৪ অবধি তা প্রায়  ১১ লক্ষের কাছাকাছি হবে। এরপর টাকা বাড়লে বাড়বে মোট টাকার পরিমাণও। অর্থাৎ বোঝাই যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবার কয়েক লক্ষ টাকা ফেরাতে হবে এই চাকরিহারাদের। উল্লেখ্য, ২০২৪ সাল পর্যন্তই টাকার হিসাব ধরা হচ্ছে, কারণ হাইকোর্ট গত বছরেই এই নির্দেশ দিয়েছিল।

SSC Recruitment Scam

প্রসঙ্গত সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন স্কুল সার্ভিস কমিশন ‘অযোগ্য’ দের নামের একটি তালিকা জমা দিয়েছিল। এসসিসি-র (SSC Recruitment Scam) দেওয়া সেই তথ্য অনুযায়ী, সংখ্যাটা ৫ হাজার ৪৮৫ জন। পরে আরও একটি তালিকায় আরও কিছু নাম জমা দিয়েছিল এসএসসি। উল্লেখ্য এসএসসি ছাড়াও পরবর্তীতে বোর্ড এবং রাজ্যের তরফেও আলাদা আলাদা তালিকা দেওয়া হয়। তাই সুপ্রিম কোর্টের নির্দেশনামা সামনে না আসা পর্যন্ত  সংখ্যাটা কত, তা এখনই স্পষ্ট বলা যাচ্ছে না।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X