বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ টালবাহানার পর অবশেষে প্রকাশ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অযোগ্য প্রার্থীদের তালিকা। শনিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন (SSC) তালিকা প্রকাশ করে। রাত বাড়তেই সেই তালিকায় যুক্ত হয় একাধিক প্রভাবশালীর নাম, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।
মাঝরাতে কমিশনের (SSC) তালিকায় যোগ হলো বিধায়ক কন্যার নাম
প্রকাশিত তালিকায় উঠে এসেছে উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগমের নাম। সূত্রের খবর, তিনি কালীগঞ্জ হাইস্কুলে শিক্ষকতা করতেন। ২০২২ সালের অযোগ্য তালিকাতেও তাঁর নাম ছিল বলে জানা গেছে। এবার ফের তাঁকে চিহ্নিত করল কমিশন।
এই তালিকায় রয়েছে আরও এক হেভিওয়েট মন্ত্রীর মেয়ের নাম। প্রাক্তন শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নামও যুক্ত করা হয়েছে অযোগ্যদের তালিকায়। সূত্রের খবর, ২০২২ সালে কলকাতা হাইকোর্ট তাঁর নিয়োগ বাতিল করে দেয়। পরে তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। তবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের পর্যবেক্ষণে তাঁর চাকরিকে ‘সন্দেহজনক’ বলা হয়। এবার অযোগ্য তালিকায় তাঁর নামও যুক্ত করা হল।
কমিশনের (SSC) প্রকাশিত তালিকায় রোশনারা বা অঙ্কিতা নয়, রয়েছে আরও প্রভাবশালী ব্যক্তির নাম
শুধু রোশনারা বা অঙ্কিতা নন, তালিকায় জায়গা পেয়েছেন আরও কয়েকজন তৃণমূল নেতা ও প্রভাবশালী ব্যক্তির নাম। তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি, কাউন্সিলর কুহেলি ঘোষ এবং প্রিয়াঙ্কা মণ্ডলের নামও যুক্ত হয়েছে। ফলে অযোগ্যদের তালিকা যত বাড়ছে, ততই রাজনীতিতে উত্তেজনা বাড়ছে।
আরও পড়ুনঃ ‘দাগি’ তালিকায় নির্মল ঘোষের পুত্রবধূর নাম, তালিকা দেখে কি বললেন পানিহাটির বিধায়ক
উল্লেখ্য, শনিবারের প্রকাশিত তালিকায় মোট ১৮০৪ জন অযোগ্য প্রার্থীর নাম প্রকাশ করেছে কমিশন (SSC)। নামের পাশে দেওয়া হয়েছে রোল নম্বরও। কিন্তু তালিকায় একের পর এক প্রভাবশালী নাম প্রকাশ্যে আসায় এসএসসি-র নিয়োগ দুর্নীতির জাল কতটা গভীরে ছড়িয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। অযোগ্যদের তালিকায় থাকা নামের অনেকেই হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। এখন তাদের বিরুদ্ধে আদালত কি রায় দেয় সেটাই দেখার।