বাংলা হান্ট ডেস্কঃ ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে’, মমতার মন্ত্রীসভার বিরুদ্ধে কোনো তদন্ত হবে না বলে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। SSC নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) ক্ষেত্রে অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দিতেই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল মমতা সরকার? এই ইস্যুতে মামলা হয় কলকাতা হাইকোর্টে। পরে সুপ্রিম কোর্টে গড়ায় জল।
এর আগে গত এপ্রিলে রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পরে সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপারনিউমেরারি পদের নিয়ে রাজ্যের বক্তব্য শোনে সর্বোচ্চ আদালত। এর পরই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চের নির্দেশ, মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে তদন্তের যে নির্দেশ ছিল তা খারিজ করা হচ্ছে।
এদিন মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে জানিয়েছে যে, অবৈধদের জন্যই এই পদ তৈরি করা হয়েছিল। সওয়াল-জবাব শেষে প্রধান বিচারপতি বলেন, “মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করালে ফেডেরাল স্ট্রাকচার (যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো) বিঘ্নিত হতে পারে।”
শুনানি শেষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছে। সুপার নিউমেরারি পোস্ট নিয়ে কিছু বলা হয়নি।” প্রসঙ্গত, এসএসসিতে নিয়োগের জন্য প্রায় ছ’ হাজার সুপারনিউমেরারি পদ তৈরি করা হয়েছিল বলে জানা যায়। সুপারনিউমেরারি পোস্ট তৈরি করে রাজ্য সরকারের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠেছিল।
সেই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে উঠলে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তি, যারা অতিরিক্ত পদ তৈরির ক্ষেত্রে অনুমোদন দিয়েছিল, তাদের বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। গত বছর এপ্রিল মাসে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি রশিদির বেঞ্চ চাকরি বাতিল করে রায় দেয়, এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে।
আরও পড়ুন: কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহের মতো শিক্ষক বিদ্রোহ হবে! চাকরি বাতিল হতেই বিরাট হুঁশিয়ারি শিক্ষকদের
পরে সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি, রাজ্য সরকার। হাইকোর্টের নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সুপারনিউমেরারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয়। সেই সময় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, রাজ্য সরকারি অফিসার বা মন্ত্রীদের বিরুদ্ধে কোনও তদন্ত করতে পারবে না সিবিআই। এদিন সেই সংক্রান্ত বিষয়েই হাইকোর্টের রায় খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে। স্বস্তিতে মন্ত্রীসভা!