গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ! কারা জড়িত? ৮ এপ্রিল যা হতে চলেছে…

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় এক বছরের টালবাহানা। অবশেষে রায় দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ২০১৬ সালের SSC-র গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে কলমের খোঁচায় চাকরি গিয়েছে ২৬০০০ জনের (SSC Recruitment Scam)। চাকরি বাতিলের নির্দেশে দিশেহারা সকলে। কান্নায় ভেঙে পড়েছেন চাকরিপ্রার্থীরা। এদিকে সুপ্রিম (Supreme Court) রায়ে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার।

গতকালপ্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই মামলায় রায় ঘোষণা করেন। এদিকে এবার নিয়োগ সংক্রান্ত আরও একটি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। সূত্রের খবর, আগামী ৮ এপ্রিল ওই মামলা শুনবে সুপ্রিম কোর্ট।

ঠিক কোন মামলা? SSC Recruitment Scam

গতকাল রায়ে সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, এই মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই। অর্থাৎ ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেই নির্দেশ বহাল রাখে সর্বোচ্চ আদালত।
যে মামলায় গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, সেই মামলাই শুনতে চলেছে সুপ্রিম কোর্ট।

কী রায় দিয়েছিল হাইকোর্ট?

সুপারনিউমেরারি পোস্ট তৈরি করে রাজ্য সরকারের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠেছিল। সেই মামলা কলকাতা হাইকোর্টে উঠলে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তি, যারা অতিরিক্ত পদ তৈরির ক্ষেত্রে অনুমোদন দিয়েছিল, তাদের বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়।

গত বছর এপ্রিল মাসে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি রশিদির বেঞ্চ চাকরি বাতিল করে রায় দেয়, এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে।

Major movement warning after SSC recruitment scam Supreme Court verdict

আরও পড়ুন: মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, আজ কোন কোন জেলা ভিজবে? এক নজরে আবহাওয়ার খবর

পরে সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি, রাজ্য সরকার। হাইকোর্টের নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়। সেই সময় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, রাজ্য সরকারি অফিসার বা মন্ত্রীদের বিরুদ্ধে কোনও তদন্ত করতে পারবে না সিবিআই। গতকাল চাকরি বাতিলের রায়ের পাশাপাশি সেই স্থগিতাদেশ তুলে নেয় শীর্ষ আদালত।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X