বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষকের পর ফের এক দফায় অযোগ্যদের তালিকা প্রকাশ আজ। শিক্ষাকর্মীদের ‘অযোগ্য’ তালিকা প্রকাশের পথে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। কমিশন সূত্রে খবর, এদিন বিকেল চারটের পর এই তালিকা প্রকাশ করা হবে। (SSC Recruitment)
আজ শিক্ষাকর্মীদের ‘ভাগ্য পরীক্ষা’ | SSC Recruitment
কমিশন সূত্রে খবর, প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি চাকরিহারাদের নাম থাকতে চলেছে এই অযোগ্যদের তালিকায়। সোমবার বিকেল চারটের পর কমিশনের ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হবে। চাকরিপ্রার্থীদের রোল নম্বর, স্কুলের নাম-সহ বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য সুপ্রিম কোর্টে এসএসসি যে তালিকা দেওয়া হয়েছিল সেই তালিকা অনুযায়ী গ্রুপ সি-তে প্রায় ১১০০ এবং গ্রুপ ডি-তে ‘টেইন্টেড’ বা ‘অযোগ্য’দের সংখ্যা প্রায় ২৩০০। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিগত প্রায় ৬ মাস ধরে বেতন বন্ধ রয়েছে গ্রুপ C, গ্রুপ D-র কর্মীদের। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এসএসসি ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে।
দাগি নন, এমন শিক্ষকদের চাকরিতে বহাল থাকলেও শিক্ষাকর্মীরা সেই সুযোগ পায়নি। এরই মধ্যে ‘অযোগ্য’ তালিকা প্রকাশ করে শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চাইছে কমিশন। তার আগে ‘অযোগ্য’দের আলাদা করবে কমিশন।

আরও পড়ুন: ‘নভেম্বরে যে কনফার্ম রায় বেরোবেই তা..’, সরকারি কর্মীদের DA মামলার রায়দান নিয়ে ‘খারাপ’ আপডেট
ইতিমধ্যেই গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC Recruitment)। ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এসএসসি তরফে দেওয়া নিয়োগের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, দাগিরা কোনওভাবেই এই পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন না। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা ২৯৮৯। গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫৪৮৮।













