সুপ্রিম নির্দেশে ১৮০৪ জন ‘দাগি’ অযোগ্যদের তালিকা প্রকাশ, বাতিল নতুন পরীক্ষার অ্যাডমিট

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ টালবাহানার পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশই মানতে বাধ্য হল স্কুল সার্ভিস কমিশন (SSC)। প্রকাশিত হল ‘দাগি’ অযোগ্যদের তালিকা। প্রথমে ১৮০৩ জনের নাম থাকার কথা ছিল ওই তালিকায়। কিন্তু এদিন প্রকাশ্যে এল ১৮০৪ জন অযোগ্যদের তালিকা। নাম, রোল নম্বর এবং সিরিয়াল নম্বর সহ তালিকা প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে। কাদের কাদের নাম রয়েছে সেখানে?

এসএসসির (SSC) অযোগ্যদের তালিকায় কাদের নাম?

সূত্রের খবর বলছে, অযোগ্যদের (SSC) তালিকায় রাজ্যের শাসক দল ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের নাম রয়েছে। শোনা যাচ্ছে, রাজপুর-সোনারপুরের তিনবারের তৃণমূল কাউন্সিলর কুহেলী ঘোষের নাম রয়েছে ওই তালিকায়। প্রিয়াঙ্কা মণ্ডল নামে তৃণমূল ঘনিষ্ঠ আরও এক মহিলার নামও নাকি সেখানে রয়েছে বলে শোনা যাচ্ছে।

SSC released list of 1804 tainted candidates

কী বললেন চাকরিহারা শিক্ষক: সূত্রের খবর, পিংলার জলচক পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝির নামও অযোগ্যদের তালিকায় (SSC) রয়েছে বলে জানা যাচ্ছে। বিধায়কের আত্মীয়দের নাম পর্যন্ত সেখানে রয়েছে বলে খবর সূত্রের। এদিকে তালিকা প্রকাশ্যে আসতেই মুখ খুলেছেন এসএসসির (SSC) চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল।

আরও পড়ুন : বিধায়ক ‘ডুমুরের ফুল’? দেখাই মেলে না এলাকায়, উত্তরপাড়ায় ফের বিক্ষোভের মুখে কাঞ্চন

বাকিদের চাকরি নিয়ে প্রশ্ন: কটাক্ষ করে তিনি বলেন, ‘আমরা আগেও জানতাম এই নামগুলি। আমরা বারবার চেয়েছিলাম যে তালিকা যেন এসএসসির (SSC) ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আমরা বারবার বিকাশ ভবনে বলতে গিয়েছিলাম। আমরা বলেছিলাম, আমরা জানি কারা দাগি।’

আরও পড়ুন : শহিদ ক্ষুদিরাম স্টেশনে বড় বদল, রবিবার কতক্ষণ বন্ধ থাকবে মেট্রো? এল নতুন আপডেট

তিনি আরও বলেন, এখন যখন পরীক্ষা দেওয়ার প্রক্রিয়া চলছে তখন আর উপায় না পেয়ে লিস্ট প্রকাশ করল এসএসসি। তবে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন, এরা পরীক্ষায় বসতে পারবে না তা জানা গেল। কিন্তু বাকিদের চাকরি ফেরত দেওয়া হবে তো? প্রসঙ্গত, তালিকায় অযোগ্য ব্যক্তিরা কোন স্কুলে কর্মরত তা প্রকাশ করা হয়নি। তালিকা প্রকাশ হতেই যে অযোগ্যরা নতুন পরীক্ষার জন্য আবেদন করেছিলেন তাদের অ্যাডমিট বাতিল হচ্ছে বলে খবর।