বাংলা হান্ট ডেস্কঃ নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দীর্ঘ প্রতীক্ষার পর বড় ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। প্রায় ৪০ হাজার প্রার্থীর ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। কমিশনের ওয়েবসাইটে বিষয়ভিত্তিক আলাদা আলাদা তালিকা প্রকাশ করা হয়েছে।
ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের নেতা চিন্ময় মণ্ডল (SSC)
এই তালিকায় ইংরেজি বিষয়ের ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের নেতা চিন্ময় মণ্ডল। ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর অন্যতম নেতা চিন্ময় মণ্ডল একাদশ-দ্বাদশ এবং নবম-দশম, দুই স্তরের পরীক্ষাতেই অংশ নিয়েছিলেন। তবে একাদশ-দ্বাদশে কাট অফ নম্বর না পৌঁছনোর কারণে তিনি সেখানে ইন্টারভিউয়ের ডাক পাননি। তাই নবম-দশমের ফলের দিকেই তাকিয়ে ছিলেন তিনি।
ইন্টারভিউয়ের ডাক পাওয়ার পর চিন্ময় মণ্ডল বলেন, “আমরা যোগ্য হয়েও বঞ্চিত হয়েছিলাম। ক্লাসরুম ছেড়ে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়েছে। অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদের। আন্দোলনের ধকল নিয়েই অনেকেই পরীক্ষায় বসেছিলেন। যাঁরা যোগ্য হয়েও ডাক পাননি, তাঁদের জন্য সত্যিই খারাপ লাগছে।”
উল্লেখ্য, নবম-দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছিল ৭ সেপ্টেম্বর। পরীক্ষা নেওয়ার ৭১ দিনের মাথায় এই ফলপ্রকাশ করল কমিশন (SSC)। যদিও ইন্টারভিউ তালিকা প্রকাশের আগেই এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। নবাগত প্রার্থীরাও রাস্তায় নেমে আন্দোলনে শামিল হয়েছিলেন। এসএসসি সূত্রে জানানো হয়েছে, শিক্ষক নিয়োগে মোট শূন্যপদ রয়েছে ৩৫ হাজার ৭২৬টি। এর মধ্যে নবম ও দশম স্তরে শূন্যপদ ২৩ হাজার ২১২টি। এই পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন পরীক্ষার্থী।

আরও পড়ুনঃ ভোটার লিস্ট প্রকাশে কাউন্টডাউন শুরু! আপনার নাম আছে তো? দেখে নেওয়ার উপায় জানুন
কমিশন জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে এখনও কিছুটা সময় লাগবে। সে ক্ষেত্রে প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতিও নিচ্ছে এসএসসি (SSC)। এই বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গেও কমিশনের বৈঠক হয়েছে বলে সূত্রের খবর।












