২০১৬-র নিয়োগে অযোগ্য কারা? আদালতের নির্দেশে ৫৪ পাতার বিস্ফোরক তালিকা প্রকাশ করল SSC

Published on:

Published on:

SSC Releases Full List of Disqualified Teachers From 2016 Recruitment
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৬ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রাজ্যে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে অযোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। নাম, রোল নম্বর থেকে শুরু করে পিতৃপরিচয়, সব তথ্যই সামনে এসেছে। সেই সঙ্গে নতুন নির্দেশে ২০২৫ সালের নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশ সম্পর্কেও কড়া অবস্থান নিল আদালত।

অযোগ্য শিক্ষকদের ৫৪ পাতার তালিকা প্রকাশ করল এসএসসি (SSC)

২০১৬ সালের শিক্ষক নিয়োগ মামলায় প্রথম থেকেই একাধিক বিতর্কে। এই বিতর্কের মধ্যেই নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগে অযোগ্যদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করল এসএসসি (SSC)। মোট ১৮০৬ জন অযোগ্য প্রার্থীর নাম এই তালিকায় রাখা হয়েছে। ৫৪ পাতার এই তালিকায় রয়েছে প্রার্থীর নাম, রোল নম্বর, যে বিষয়ে শিক্ষকতা করতেন, পিতার নাম, জন্ম সাল। এসব তথ্য আদালতের নির্দেশ মেনেই প্রকাশ করেছে কমিশন।

কেন হল এই তালিকা প্রকাশ?

২০১৬ সালের নিয়োগ দুর্নীতির মামলায় গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছিল, কমিশন (SSC) যোগ্য ও অযোগ্যদের আলাদা করে দেখাতে পারেনি। ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়। মামলার শুনানিতে এসএসসি কিছু অযোগ্য প্রার্থীর তালিকা আদালতে জমা দিলেও পুরো প্যানেলের যোগ্যতার বিষয়ে বিস্তারিত ভাবে কিছু জানায়নি। তাই আদালত কড়া নির্দেশ দেয় যে পূর্ণাঙ্গ অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। ঠিকানা ও পিতৃপরিচয়ও দিতে হবে। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার এসএসসি তালিকা প্রকাশ করেছে।

তালিকা প্রকাশের কয়েক ঘণ্টা আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আদালতের নির্দেশ মেনেই এসএসসি তালিকা প্রকাশ করবে।” তিনি আরও জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ অনুযায়ীই কমিশন (SSC) কাজ করছে।

২০২৫ নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশের নির্দেশ

বৃহস্পতিবারই আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেছেন ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব ওএমআর শিট প্রকাশ করতে হবে এবং ১০ ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে আপলোড করতে হবে। এছাড়া ২০১৬ সালের প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে যাঁরা নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগপত্র পেয়েছিলেন, তাঁদের তালিকাও তলব করেছেন বিচারপতি সিনহা।

SSC Releases Full List of Disqualified Teachers From 2016 Recruitment

আরও পড়ুনঃ “পরীক্ষার কি হবে তার ঠিক নেই নথি যাচাইয়ে ব্যস্ত!” SSC মামলায় ক্ষোভ প্রকাশ বিচারপতি সিনহার

এসএসসি’র ওয়েবসাইটেই দেখা যাচ্ছে নতুন তালিকা

আদালতের কড়া নির্দেশের পরই বৃহস্পতিবার অযোগ্য প্রার্থীদের সম্পূর্ণ তালিকা আপলোড করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। এখন সাধারণ মানুষ সরাসরি কমিশনের ওয়েবসাইটে গিয়ে পুরো তথ্য দেখতে পারবেন।