বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির (SSC Scam) জেরে চাকরি হারিয়েছেন প্রায় ২৬০০০। ইতিমধ্যেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ওদিকে সম্প্রতি রাজ্যের দায়ের করা রিভিউ পিটিশনও খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন করে পরীক্ষায় বসতেই হবে। যার ফলে চাপ বেড়েছে রাজ্যের। এসবের মধ্যেই এবার শোনা যাচ্ছে চাকরি হারানো শিক্ষকদের (Jobless Teacher’s) পুনর্নিয়োগের সম্ভাবনা রয়েছে।
চাকরিহারাদের ফের নিয়োগ করবে রাজ্য? SSC Scam
একাধিক মিডিয়া রিপোর্ট দাবি করছে, চাকরি হারানো শিক্ষকদের ‘অতিরিক্ত সহকারী শিক্ষক’ নামে পুনর্নিয়োগের সম্ভাবনা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, প্যারাটিচারদের পদের নতুন নামকরণ করে সেই পদের নাম রাখা হতে পারে অতিরিক্ত সহকারী শিক্ষক (Additional Assistant Teacher)
উল্লেখ্য, বহুদিন ধরেই ন্যায্য মর্যাদা ও বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন পার্শ্ব-শিক্ষকরা। শোনা যাচ্ছে নাম পরিবর্তনের পাশাপাশি এবার পার্শ্ব-শিক্ষকদের বেতন কাঠামোতেও বড়সড় পরিবর্তন আসতে চলেছে। নয়া বেতন কাঠামোর ফলে প্রাইমারি প্যারাটিচারদের সম্ভাব্য বেতন বৃদ্ধি পেয়ে ৩৫ হাজার টাকায় পৌঁছে যেতে পারে।
একইভাবে আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে প্যারাটিচারদের বেতন বেড়ে হতে পারে ৪০ হাজার টাকা, যা সহকারী শিক্ষকদের শুরুর বেতনের কাছাকাছি। যদিও সরকারি তরফে এই নিয়ে এখনও কোনও ঘোষণা হয়নি। তবে অনেকেই মনে করছেন ২৬০০০ শিক্ষক চাকরি হারানোর পর মুখ্যমন্ত্রী যে “রেডি প্ল্যান”-এর কথা বলেছিলেন, এভাবেই কার্যকর হতে পারে।
আরও পড়ুন: আরজিকর কাণ্ডে বিচার অধরা, রাজ্যের সরকারি মেডিকেল কলেজে ফের ধর্ষণের অভিযোগ!
শোনা যাচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশে যেসব শিক্ষক চাকরি হারিয়েছেন বা দাগি হিসেবে চিহ্নিত হয়েছেন, তাদেরও “অতিরিক্ত সহকারী শিক্ষক” হিসেবে ব্যবহার করে পুনর্নিয়োগ করা হতে পারে। যদিও সবটাই সম্ভাবনার কথা। এখনও এই বিষয়ে সরকারি কোনো আপডেট মেলেনি।