‘আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি?’ প্রশ্ন শুনেই ক্ষেপে গেলেন পার্থ! আঙুল উঁচিয়ে ‘চুপ’ থাকার নির্দেশ

বাংলা হান্ট ডেস্কঃ মাসের পর মাস হেফাজতে রয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে পার্থের উদ্দেশ্যে গোটা রাজ্যে জুড়ে একের পর এক প্রশ্ন উঠে চলেছে। এদিন আলিপুর আদালতের (Alipore Court) নিকট পার্থকে দেখামাত্র একইভাবে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, ‘আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগ কি সব কিছুই সত্যি?’ যদিও এদিন অবশেষে মেজাজ ঠিক রাখতে পারেননি তিনি এবং শেষ পর্যন্ত সাংবাদিকদের উদ্দেশ্যে আঙুল উঁচিয়ে পার্থের ধমক, “চুপ করে থাকুন।”

উল্লেখ্য, সম্প্রতি এসএসসি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এক্ষেত্রে পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না মেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। পরবর্তীতে পার্থ-অর্পিতার নামে বিপুল পরিমাণ সম্পত্তি এবং একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে মেলে তদন্তকারী সংস্থার।

এক্ষেত্রে দীর্ঘ বেশ কয়েক মাস ধরে হেফাজতে রয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা। আদালতে জামিনের জন্য বারংবার আবেদন করা হলেও এক প্রকার খালি হাতেই ফিরতে হয় তাঁকে। প্রথম দিকে সশরীরে হাজিরা দিলেও পরবর্তীতে ভার্চুয়াল মাধ্যমেই আদালতে তোলা হয় পার্থকে। তবে সম্প্রতি আলিপুর আদালতের শুনানি শুরু হওয়ার মুহূর্তে আদালতে তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, পরের শুনানি থেকে আদালতে উপস্থিত থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। সেই মতো এদিন অবশেষে আলিপুর আদালতে পৌঁছে যান প্রাক্তন শিক্ষামন্ত্রী।

তবে গাড়ি থেকে নামতেই পার্থকে উদ্দেশ্য করে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা আর মুহূর্তের মধ্যেই মেজাজ বিগড়ে ফেলেন তিনি। অতীতেও একাধিক সময় পার্থ এবং সাংবাদিকদের মধ্যে কথোপকথন ঘিরে একাধিক বিতর্কের সৃষ্টি হয়। কখনো তিনি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগ অন্যদের ঘাড়ে চাপান, আবার কখনো জামিনের জন্য কাতর আবেদন করতে দেখা গিয়েছে তাঁকে।

Untitled design 2022 08 25T163517.320 1

তবে এর মাঝেই বেশ কয়েক দিনের ব্যবধানে পুনরায় একবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশেষে ধমকের সুর শোনা গেল পার্থের গলায়। এক্ষেত্রে ‘তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি কিনা’ প্রশ্ন উঠতেই পার্থের আঙুল উঁচিয়ে জবাব, “চুপ করে থাকুন।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর