বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি ইস্যুতে ধীরে ধীরে খুলছে জট। সুপ্রিম (Supreme Court) চাপে শনিবারই ‘দাগি’দের তালিকা প্রকাশ (SSC Scam) করে কমিশন। ‘অযোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। যাতে রয়েছে মোট ১ হাজার ৮০৪ জন ‘দাগি’ শিক্ষকের নাম। নাম রয়েছে একাধিক মন্ত্রী ঘনিষ্ঠ থেকে তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে শাসকদলের নেতা। তবে এরপরই প্রশ্ন উঠছে, এই তালিকাটাই কি সব? এর বাইরে আর কোনও অযোগ্য নেই?
এসএসসি ইস্যুতে ফের সুপ্রিম দুয়ারে চাকরিপ্রার্থীরা! SSC Scam
চাকরিহারাদের দাবি কমিশনের দেওয়া তালিকার বাইরেও আরও বহু অযোগ্য রয়েছে। তাদের নামও দেওয়া হোক। এই ইস্যুতে তালিকা বেরনোর পরও ফের আদালতের দ্বারস্থ হচ্ছে চাকরিপ্রার্থীদের একাংশ। এসএসসি-র প্রকাশ করা তালিকার বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন আইনজীবী ফিরদৌস শামিম।
উল্লেখ্য, এর আগে মামলা চলাকালীন সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্যদের হিসেব দিয়েছিল কমিশন। সুপ্রিম কোর্টের রায়ে কত জনকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই উল্লেখ রয়েছে। জানা যাচ্ছে, ওএমআর (OMR) অর্থাৎ উত্তরপত্রে জালিয়াতি ও র্যাঙ্ক মিলিয়ে নবম-দশমে ৯৯৩ জন, এবং একাদশ-দ্বাদশে ৮১০ জনের কথা সেখানে উল্লেখ ছিল।
অভিযোগ, কমিশন তরফে যে তালিকা প্রকাশ কর হয়েছে সেটা মূলত ওএমআর (OMR) জালিয়াতি ও র্যাঙ্ক জাম্পের ক্ষেত্রে যে সংখ্যার উল্লেখ হয়েছিল, অর্থাৎ এই দুই ভাবে বেআইনি নিয়োগের উপর ভিত্তি করে তৈরী। চাকরিপ্রার্থীদের দাবি, এর বাইরেও প্রচুর বেআইনি নিয়োগ হয়েছে। অযোগ্যদের তালিকা আরও অনেক লম্বা বলে দাবি তাঁদের।
আইনজীবী ফিরদৌস শামিম বলেন, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যাঁদের নিয়োগ হয়েছিল তারাও তো বেআইনি চাকরিপ্রাপক। প্যানেলের মেয়াদ এক বছরের, তার পরও তৃতীয় কাউন্সেলিং থেকে যাঁদের নিয়োগ হয়েছিল সেই পুরো প্রক্রিয়াটাই বেআইনি বলে দাবি।
আরও পড়ুন: সোমে সুপ্রিম কোর্টে উঠবে DA মামলা, তার আগেই সরকারি কর্মীদের জন্য বড় সুখবর এল!
আইনজীবীর কথায়, ‘অতিরিক্ত নিয়োগের লিস্ট নেই। কমিশন ১১,৬১০ জনের নাম সুপারিশ করেছিল আর চাকরি পায় ১২,৯৬৪ জন। পাশাপাশি অভিযোগ, প্যানেলে বহির্ভূত অনেকেই নিয়োগপত্র পেয়েছেন। তাঁদের নামও সামনে আনার দাবি এবার সুপ্রিম কোর্টে তোলা হবে।