এত তৃণমূল? একাধিক মন্ত্রী ঘনিষ্ঠ থেকে তৃণমূল কাউন্সিলর! SSC-র ‘দাগি’ তালিকায় ‘শিক্ষক-শিক্ষিকা’দের নাম চমকে দেবে

Published on:

Published on:

ssc scam(2)

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম চাপ। রবিবারের মধ্যে ‘দাগি’দের তালিকা প্রকাশের (SSC Scam) নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই ডেডলাইন মাথায় রেখে গতকাল ৩০ অগাস্টই ‘অযোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর এসএসসি-র প্রকাশ করা তালিকায় (SSC Tainted List) যাঁদের নাম সামনে এসেছে, তা দেখে সকলের চক্ষু চড়কগাছ।

এসএসসি দুর্নীতিতে সরাসরি কাঠগড়ায় তৃণমূল | SSC Scam

অভিযোগ উঠেছিল শাসকদলের ঘনিষ্ঠরা টাকার বিনিময়ে চাকরি কিনে নিয়েছে। এবার এসএসসির তালিকায় দেখা গেল, কেউ প্রাক্তন মন্ত্রীর কন্যা, কেউ তৃণমূল কাউন্সিলর, কেউ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ, কেউ আবার পঞ্চায়েত সদস্যের স্ত্রী। এসএসসির প্রকাশিত তালিকা বলছে, এনারা সকলেই ‘অযোগ্য’ শিক্ষক-শিক্ষিকা।

শীর্ষ আদালতের ‘আল্টিমেটামের’ পর শনিবার মোট ১ হাজার ৮০৪ জন ‘দাগি’ শিক্ষকের নাম প্রকাশ করেছে কমিশন। এনারা কেউই সঠিক উপায়ে পরীক্ষা দিয়ে চাকরি পাননি। তবে এখানেও কিছুটা ধোঁয়াশা রয়েছে। কারণ গতকাল নাম সহ রোল নম্বর প্রকাশ করলেও ‘দাগি’ শিক্ষক-শিক্ষিকাদের ঠিকানা কিংবা তারা কোন স্কুলে পড়াতেন, সেই সম্পর্কিত তথ্য দেয়নি এসএসসি। সুতরাং নাম বিভ্রাটের সম্ভাবনা রয়ে গিয়ে।

তৃণমূলে রয়েছেন কারা?

২০১৬ সালে এসএসসি বাতিল প্যানেলে রয়েছে ‘দাগি’ অঙ্কিতা অঙ্কিতা অধিকারীর নাম। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা। তবে পূর্বেই তিনি চাকরি খুইয়েছেন। টিভি নাইনের প্রতিবেদন অনুসারে, ‘অযোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের তালিকায় নাম রয়েছে বিভাস মালিকের, তিনি হুগলির খানাকুলের দাপুটে তৃণমূল নেতা। জেলা পরিষদেরও সদস্য। ‘অযোগ্য়ের’ তালিকার ৩১৬ নম্বরেজ্বলজ্বল করছে বিভাসের নাম।

শুধু বিভাসেই শেষ নয়, তাঁর স্ত্রী সন্তোষি মালিকের নামও রয়েছে ‘দাগি’র তালিকায়। এরপর নাম রয়েছে হিঙ্গলগঞ্জের তৃণমূল সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলের। ১ হাজার ৬৯ নম্বরে রয়েছে তাঁর নাম। নাম রয়েছে খানাকুলের ‘প্রভাবশালী’ তৃণমূল নেতা নইমুল হকের স্ত্রী নমিতা আদকের।

SSC Scam TMC Councillor Kuheli Ghosh in Tainted List

জানা গিয়েছে, SSC-র দাগি তালিকায় নাম রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষেরও। নাম রয়েছে, সাহিনা সুলতানার। হুগলির জেলা পরিষদের সদস্যা সাহিনা জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়ের কাছে মানুষ বলেই পরিচিত। রোল নম্বর ৪২২১১৬৭৫০০৭৫৬৭, অজয় মাঝির নাম রয়েছে ‘দাগি’ শিক্ষক হিসেবে। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানা এলাকার জলচক অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি।

ssc scam

আরও পড়ুন : ‘দাগি’ তালিকায় কাউন্সিলর কুহেলি ঘোষের নাম! চাঞ্চল্য রাজপুর-সোনারপুর পুরসভায়

এদিকে নাম রয়েছে কবিতা বর্মণের। যদিও তিনি এখন তৃণমূলের সঙ্গে যুক্ত নন। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন কবিতা। তাঁর স্বামী প্রফুল্ল বর্মণ উত্তর দিনাজপুরের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং হেমতাবাদের তৃণমূল ব্লক সভাপতি ছিলেন। চাকরি পাওয়ার সময় তারা তৃণমূলে থাকলেও পরবর্তীতে বিজেপিতে যোগদান করেন।