বাংলা হান্ট ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) আগেই ‘দাগি’ হিসেবে চিহ্নিত শিক্ষক-শিক্ষিকাদের সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সময় এই বিষয়ে খুব বেশি আলোচনা না হলেও বর্তমানে জোর আলোচনা চলছে। কারণ শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশ মত ‘দাগি’ শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। যাতে রয়েছে মোট ১ হাজার ৮০৬ জন ‘দাগি’ শিক্ষকের নাম। নাম রয়েছে একাধিক মন্ত্রী ঘনিষ্ঠ থেকে তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে শাসকদলের নেতাদের। কত টাকা করে দিতে হবে এই ‘দাগি’ শিক্ষক-শিক্ষিকাদের? চলুন জেনে নেওয়া যাক।
সুদ-সহ বেতন ফেরাতে কত টাকা দিতে হবে? SSC Scam
সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছিল, ‘অযোগ্য’ বা ‘দাগি’ (টেন্টেড) প্রার্থীদের চাকরি বাতিলের পাশাপাশি এতদিন পাওয়া বেতনও ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, দুর্নীতির মাধ্যমে যেহেতু তারা নিয়োগ পেয়েছেন, যা একপ্রকার প্রতারণা। তাই বেতন রাখার অধিকারও তাঁদের নেই।
তথ্য বলছে, নবম দশমে চাকরির ক্ষেত্রে একজননের স্টার্টিং স্যালারি ৪০ হাজারের আশেপাশে। ২০১৯ থেকে বেতন পেলে ২০২৪-এর মার্চ অবধি সেটা প্রায় ২৪ লক্ষের কাছাকাছি। যদি বেতন বাড়ে তাহলে তার পরিমাণও বাড়বে। এর উপর ১২% সুদ বসালে প্রায় ২৭ লক্ষ টাকার আশেপাশে ফেরত দিতে হবে।
একাদশ-দ্বাদশের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি ৪৪ হাজারের আশেপাশে। ২০১৯ থেকে বেতন পেলে ২০২৪-এর মার্চ অবধি সেটা প্রায় ২৬ লক্ষের কাছাকাছি। সেই হিসেব মত ১২% সুদ সহ তাদের প্রায় ৩০ লক্ষ টাকা ফেরাতে হবে। গ্রুপ সির ক্ষেত্রে চাকরির একেবারে শুরুতে বেতন হয় ২৬-২৭ হাজার টাকা। স্টার্টিং স্যালারি ধরে হিসেব কষলে ২০২৪ অবধি ১৬ লক্ষর টাকার আশেপাশে হবে। এখন তাদের ফেরাতে হবে প্রায় ১৮ লক্ষ টাকা।
আরও পড়ুন: ‘দাগি’ শিক্ষকদের তালিকায় সামসুদ্দিন, টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ারও অভিযোগ তৃণমূল নেতার নামে
ওদিকে গ্রুপ ডির ক্ষেত্রে শুরুর বেতন ১৯ হাজার টাকার কাছাকাছি। এই ধরে এগোলে ২০২৪ অবধি তা ১১ লক্ষের মতো হয়। সুদ সহ তাদের প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা ফেরত দিতে হবে।
আইনজীবী ফিরদৌস শামিমের কথায়, অন্যায়ভাবে যাঁদের নিয়োগ হয়েছে, তাঁদের কাছ থেকে গড়ে ১০ থেকে ১২ লক্ষ টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। আবার অনেকে বলছেন, বাড়ি-জমি বিক্রি করে অনেকে মিডলম্যানদের টাকা দিয়ে এই চাকরি পেয়েছেন। যদিও শামিমের মতে, এসএসসির দেওয়া এই তালিকা সম্পূর্ণ নয়। এর বাইরেও আরও অনেক নাম আছে। সেই নাম গুলো প্রকাশ করার দাবি জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তিঁনি।