‘প্রয়োজনে বেতনের টাকা থেকে আইনি লড়াইয়ের খরচ দেব’, ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষাকর্মীদের পাশে শুভেন্দু

Published on:

Published on:

suvendu adhikari(4)

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার বিধানসভায় হাজির চাকরিহারা ‘যোগ্য’ প্রার্থীরা (Group C, Group D)। বিধানসভায় গ্রুপ C ও গ্রুপ D ‘যোগ্য’ চাকরিহারাদের প্রতিনিধি দল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে সাক্ষাৎ করেন। বিরোধী দলনেতার কাছে ডেপুটেশন জমা করলেন তারা। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে এসএসসির টিচিং স্টাফদের অযোগ্য লিস্ট প্রকাশ করলেও গ্রুপ C ও গ্রুপ D স্টাফদের কোনো তালিকা প্রকাশ হয়নি। এই নিয়ে তারা বিধানসভার দৃষ্টি আকর্ষণ করার দাবি জানান।

‘যোগ্য’দের পাশে থাকার আশ্বাস শুভেন্দুর | Suvendu Adhikari

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিগত প্রায় ৬ মাস ধরে বেতন বন্ধ রয়েছে এই কর্মীদের। বিধানসভায় যাতে তাঁদের দিকটা উত্থাপিত হয়, সেই দাবি নিয়ে এদিন বিধানসভায় যান অশিক্ষক চাকরিহারা ‘যোগ্য’ প্রার্থীরা। তাঁদের স্কুলে পুনর্বহাল করে যাতে বেতন ফেরানোর ব্যবস্থা করা হয় সেই দাবি তোলেন তারা। তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকা সত্ত্বেও কেন তাঁদের স্কুলে ফেরানো হচ্ছে না সেই প্রশ্ন তোলেন ‘যোগ্য’ চাকরিহারারা।

এদিন বিধানসভায় শুভেন্দুর সঙ্গে তাঁদের দীর্ঘ আলোচনা হয়। যোগ্যদের সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়ার পরামর্শ দেন শুভেন্দু। বিরোধী দলনেতা তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। প্রয়োজনে আইনি লড়াই লড়ার টাকা দেওয়ার প্রস্তাব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবুর কথায়, দরকার পড়লে বিজেপি বিধায়করা চাঁদা তুলে আপনাদের টাকা দেবে। সাহায্য করার জন্য তৈরি। তবে আপাতত এটা প্রস্তাব স্বরুপ বলা হয়েছে। ‘যোগ্য’রা চাইলে আগামী দিনে সাহায্য পৌঁছে দেবেন শুভেন্দু।

Suvendu Adhikari

আরও পড়ুন: তালিকা বেরোতেই চলে এলেন? ‘দাগি অযোগ্য’দের মামলা খারিজ করে বড় নির্দেশ হাইকোর্টের

বিরোধী দলনেতা জানান, তিঁনি নিজে বেতন হিসেবে ১.৫১ লক্ষ টাকা পান। অন্য বিধায়করা ১.২১ লক্ষ টাকা করে পান। প্রয়োজনে সেই দিয়ে অর্থনৈতিক সমস্যায় থাকা চাকরিহারাদের পাশে দাঁড়াতে চান তারা।